ইরানে “পারমাণু স্থাপনা নির্মাণ” এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠছে। দেশটির Atomic Energy Organization of Iran (AEOI) প্রধান Mohammad Eslami জানিয়েছেন, রাশিয়ার সহযোগিতায় ইরান আটটি নতুন পারমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এটি ইরানের বিদ্যুৎ চাহিদা মেটানো, পরিষ্কার এবং স্থিতিশীল জ্বালানির দিকে এক বড় পদক্ষেপ।