জাপানের প্রাচীন রাজতন্ত্রে নতুন একটি অধ্যায় শুরু হলো। সম্রাট নারুহিতোর ভ্রাতুষ্পুত্র এবং সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী যুবরাজ হিসাহিতো শনিবার আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পেলেন।
রাজকীয় অনুষ্ঠানে তাঁকে পরানো হয় কালো সিল্ক ও ল্যাকারের তৈরি ঐতিহ্যবাহী “কানমুরি” মুকুট, যা তাঁর প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীক। অনুষ্ঠানকালে যুবরাজ বলেন,
“আজকের এই মুকুটের জন্য ধন্যবাদ। আমি প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করব।”
দিনের শুরুতে তিনি নিজের বাসভবনে টাক্সেডো পরেই মুকুট গ্রহণ করেন। পরে ইম্পেরিয়াল প্রাসাদে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রাসাদের বিভিন্ন মন্দিরে প্রার্থনা শেষে তিনি সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর সঙ্গে সাক্ষাৎ করেন।
আগামী দিনগুলোতে যুবরাজ হিসাহিতো ইসে মন্দিরে প্রার্থনা করবেন এবং প্রয়াত সম্রাট হিরোহিতোর সমাধিসৌধসহ কিছু ঐতিহাসিক মন্দির দর্শন করবেন। বুধবার তিনি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
২০০৬ সালের ৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া যুবরাজ হিসাহিতো হলেন ক্রাউন প্রিন্স আকিশিনো ও ক্রাউন প্রিন্সেস কিকোর একমাত্র ছেলে। টোকিওর কাছাকাছি ৎসুকুবা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান পড়াশোনা করছেন তিনি। প্রকৃতির প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, বিশেষ করে ফড়িং নিয়ে গবেষণা করেছেন এবং একটি গবেষণাপত্রেও সহলেখক ছিলেন। এছাড়া ব্যাডমিন্টন খেলাতেও দক্ষ।
যুবরাজ হিসাহিতো’র প্রাপ্তবয়স্ক হওয়া কেবল রাজপরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়।