গাজা সংকটে আশার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে একের পর এক উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে তার গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে তিনি নিউইয়র্ক শহরের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে মিলিত হন। উভয় নেতা বৈশ্বিক মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এরপর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন। এসব আলোচনায় বৈশ্বিক শান্তি, মানবাধিকার, এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও একাত্মতা প্রকাশের বিষয়ে আলোচনা হয় বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
বিশ্ব শান্তি ও মানবাধিকারের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ড. ইউনূসের এই কূটনৈতিক তৎপরতা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য গাজা সংকটে আশার বার্তা ও আন্তর্জাতিক সহানুভূতির দরজা উন্মুক্ত করতে সহায়ক হবে বলে বিশ্লেষকদের মত।
সুত্রঃ বাসস