জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লোপা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতা (IAAC) ২০২৫-এ গোল্ড মেডেল ও ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বৈশ্বিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন।
পূর্ববর্তী অর্জন ও প্রস্তুতি
২০২৪ সালে প্রথমবার IAAC-এ অংশ নিয়ে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। কিন্তু তিনি থেমে যাননি। কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোভাবের মাধ্যমে এবার গোল্ড পদক অর্জন করেছেন। তার মতে, এই সাফল্যের পেছনে বিভাগের সহযোগিতা এবং সিনিয়রদের অনুপ্রেরণা ছিল মুখ্য।
জাবির অসাধারণ অর্জন
নুসরাতের পাশাপাশি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে আরও ৭ জন সিলভার এবং ২৪ জন ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। এটি বিভাগটির গবেষণা ও শিক্ষার মানকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে।
শিক্ষকদের অবদান ও সম্মাননা
সহকারী অধ্যাপক মোঃ রাসেল হোসেন ‘সেরা ফাইনালিস্ট তত্ত্বাবধায়ক’ হিসেবে শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও, এম এ সাইফ (৫০ ব্যাচ) পেয়েছেন ‘অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’।
বিভাগ সভাপতির মন্তব্য
অধ্যাপক মো. সালাহউদ্দিন বলেন, “এই অর্জন আমাদের জন্য গর্বের। আমাদের শিক্ষার্থীরা দেশের মুখ উজ্জ্বল করেছে এবং ভবিষ্যতে আরও সাফল্য আসবে বলেই আমরা আশাবাদী।”
IAAC প্রতিযোগিতা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি
IAAC একটি আন্তর্জাতিক অনলাইনভিত্তিক প্রতিযোগিতা, যার লক্ষ্য স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান চর্চা ও আগ্রহ বাড়ানো। এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্ল্যাটফর্ম।