জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি কঠিন চাপে পড়েছিল। তবে প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “অর্থনীতি প্রায় ভেঙে পড়ার অবস্থায় ছিল। কিন্তু প্রবাসীদের রেমিট্যান্সই সেটিকে বাঁচিয়েছে। আজ বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার মূল চালিকা শক্তি হলো প্রবাসীদের অবদান।”
নিউইয়র্কে এনআরবি কানেক্ট ডে
নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইসে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা জানান, তিনি বাংলাদেশকে নিয়ে আশাবাদী। তার মতে, দেশের তরুণ প্রজন্মই আগামী দিনের বড় শক্তি। তিনি বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান, যাতে তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস
প্রবাসীদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, “আপনারা এখন বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ করুন, নতুন নতুন ধারণা নিয়ে আসুন।”
তিনি আরও আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা
অধ্যাপক ইউনূস বলেন, নেপাল, ভুটান ও ভারতের সাত রাজ্য সমুদ্রবন্দরের অভাবে স্থলবেষ্টিত। বাংলাদেশ যদি তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করে, তাহলে সবারই লাভ হবে। তিনি জানান, কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালুর প্রস্তুতি চলছে এবং বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ অনুসন্ধানও জরুরি।
অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের অবদান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অনুষ্ঠানে জানান, সরকারের গৃহীত পদক্ষেপে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছরে বিদেশি বিনিয়োগ (FDI) দ্বিগুণ হয়েছে এবং অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি: আলোচনায় প্রবাসীদের ভূমিকা
সম্মেলনে “Harnessing Diaspora as a National Asset” শীর্ষক আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিক সম্পদ নন, জুলাই-আগস্ট আন্দোলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অন্য এক প্যানেল আলোচনায় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন। এনসিপির ড. তাসনিম জারা বলেন, নারী ও তরুণদের সম্পৃক্ত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তার ভাষায়, “যখন সবাই একসঙ্গে কাজ করে, তখন ইতিহাস বদলায়। আমরাও ইতিহাস বদলাবো।”
নতুন অ্যাপ উদ্বোধন
অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা অ্যাপ’ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রবাসীরা সহজে নাগরিক সেবা নিতে পারবেন।
প্রবাসীদের জন্য বড় প্ল্যাটফর্ম
“এনআরবি কানেক্ট ডে” মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা একত্রিত হন। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা এবং প্রবাসীদের সম্পৃক্ততা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়।