রবিবার, অক্টোবর ৫, ২০২৫

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বহুল পঠিত

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য

তিনি এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু সিনেমাই নয়, ব্যবসা, ব্র্যান্ডিং এবং বিনিয়োগ সবকিছু মিলিয়ে তার এই সফলতা।

২০২৩: কিং খানের ক্যারিয়ারে নতুন জোয়ার

‘পাঠান’, ‘জওয়ান’, ও ‘ডাঙ্কি’ এই তিন ব্লকবাস্টার সিনেমা ২০২৩ সালে শাহরুখকে আবারও সুপারস্টার বানায় এবং তার আয় বহুগুণ বাড়ায়।

শাহরুখ খানের সম্পদ : সিনেমার বাইরের সাম্রাজ্য

শুধু সিনেমা নয়, শাহরুখ খানের আয় এবং সম্পদের বিশাল অংশ আসে বিভিন্ন ব্যবসা এবং বিনিয়োগ থেকে। তার ব্যবসায়িক পরিকল্পনা তাকে রূপান্তরিত করেছে একজন সফল উদ্যোক্তায়

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট

শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউজ ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এখন বলিউডের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান। এই সংস্থাটি শুধু সিনেমা প্রযোজনাই নয়, ভিএফএক্স (VFX) ও পোস্ট-প্রোডাকশন সেক্টরেও অত্যন্ত সমৃদ্ধ।

কলকাতা নাইট রাইডার্স (KKR)

আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের অন্যতম লাভজনক বিনিয়োগ। KKR শুধু ভারতে নয়, আন্তর্জাতিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবেও ব্যাপক প্রসার লাভ করেছে। তিনি কেবল মালিকই নন, একজন কৌশলী বিনিয়োগকারীও।

ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট ও বিনিয়োগ

শাহরুখ খান একাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তার ব্র্যান্ড ভ্যালু এতটাই শক্তিশালী যে, যেকোনো প্রোডাক্ট তার নামের সঙ্গে যুক্ত হলে বিক্রি বাড়ে চোখে পড়ার মতো। পাশাপাশি, তিনি বিভিন্ন স্টার্টআপ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসায়ও বিনিয়োগ করেছেন, যা তার সম্পদকে আরও সুসংহত করেছে।

সাফল্যের মূলমন্ত্র: তারকা + ব্যবসায়িক বুদ্ধি

শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন। তিনি একজন দুর্দান্ত পরিকল্পনাকারী, কৌশলী বিনিয়োগকারী এবং বিশ্বমানের উদ্যোক্তা। তার তারকাখ্যাতিকে তিনি ব্যবহার করেছেন একটি বহুমুখী ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার অস্ত্র হিসেবে। তিনি আমাদের দেখিয়েছেন, খ্যাতি কাজে লাগিয়ে কীভাবে দীর্ঘমেয়াদী আর্থিক সফলতা অর্জন করা যায়।

শাহরুখ খানের এই যাত্রা নিছক একজন সেলিব্রিটির গল্প নয়। এটি একজন স্বপ্নদ্রষ্টা, পরিশ্রমী এবং দূরদর্শী মানুষ-এর গল্প, যিনি নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে নতুন করে গড়ে তুলেছেন।
বলিউডের সিংহাসনে তার আধিপত্য এখন শুধু জনপ্রিয়তায় নয়, আর্থিক সফলতার মাপকাঠিতেও অনন্য

আরো পড়ুন

দেশের সব থানায় চালু হলো অনলাইন জিডি: মোবাইলেই করুন সাধারণ ডায়েরি

দেশের সব থানায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) চালু হয়েছে। এর ফলে নাগরিকরা থানায় না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজেই জিডি করতে পারবেন।

বিদ্যা সিনহা সাহা মীম: সফলতার পেছনের সংগ্রাম ও অধ্যবসায়ের গল্প

লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলকানিতে আজ বিদ্যা সিনহা মিম যেন রূপালী জগতের এক উজ্জ্বল তারকা। হাজারো ফ্ল্যাশের ঝিলিক, রেড কার্পেটের সম্মান, ভক্তদের ভালোবাসা-সবই যেন তার নিত্যসঙ্গী। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে আছে এক সাধারণ মেয়ের অসাধারণ স্বপ্নযাত্রা, যা শুরু হয়েছিল রাজশাহীর ছোট্ট একটি শহরে।

আর নয় অপেক্ষা: পাঠাও ইনস্টাপে-তে (‘InstaPay’) মিলবে মার্চেন্ট পেমেন্টের দ্রুততম সমাধান

ডিজিটাল লেনদেনের জয়জয়কার বাংলাদেশে, দেশের অন্যতম শীর্ষ সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এলো তাদের সবচেয়ে আকর্ষণীয় সার্ভিস- 'ইনস্টাপে' (InstaPay)। এটি একটি আধুনিক ও দ্রুততম পাঠাও মার্চেন্ট পেমেন্ট সমাধান, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (SMEs) জন্য এক নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!