সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার- জয় করলেন নোবেল পুরস্কার

বহুল পঠিত

মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার জটিল কার্যপ্রণালী নিয়ে গবেষণা করে ২০২৫ সালে চিকিৎসায় নোবেল জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্র-জাপানের চিকিৎসা তিনজন বিজ্ঞানী। তারা হলেন-মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

সোমবার (৭ অক্টোবর), বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এবারের বিজয়ীদের নাম ঘোষণা করে।

রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় বড় অর্জন

নোবেল কমিটির মতে, মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা আমাদের প্রতিদিন হাজারো জীবাণু থেকে রক্ষা করে। তবে এটি যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে তা শরীরের সুস্থ কোষ ও অঙ্গপ্রত্যঙ্গেও আক্রমণ করতে পারে। ফলে, এই ব্যবস্থার ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই তিন বিজ্ঞানীর গবেষণা ছিল ঠিক এই বিষয় নিয়েই। তারা দেখিয়েছেন, ‘রেগুলেটরি টি সেল’ নামের এক ধরনের বিশেষ কোষ শরীরের নিজের কোষের বিরুদ্ধে ইমিউন সিস্টেমের আক্রমণ ঠেকায়।

সাকাগুচির প্রথম আবিষ্কার

১৯৯৫ সালে জাপানি গবেষক শিমন সাকাগুচি প্রথম দেখান, শরীরে এমন একটি ইমিউন কোষ রয়েছে যা অটোইমিউন রোগ প্রতিরোধে সাহায্য করে। এর আগে মনে করা হতো, কেবল থাইমাসে ক্ষতিকর কোষ ধ্বংসের মাধ্যমেই শরীর রক্ষা পায়।

ফক্সপি৩ জিন আবিষ্কার

পরে, ২০০১ সালে মার্কিন গবেষক ম্যারি ব্রানকো ও ফ্রেড র‍্যামসডেল ‘ফক্সপি৩’ নামের একটি জিন আবিষ্কার করেন। এই জিন নিয়ন্ত্রণ করে রেগুলেটরি টি সেলের গঠন ও কাজ। গবেষণায় দেখা গেছে, এই জিনে সমস্যা হলে আইপিইএক্স (IPEX) নামের অটোইমিউন রোগ দেখা দিতে পারে।

চিকিৎসায় নতুন দিগন্ত

তাদের সম্মিলিত গবেষণা ইমিউন সিস্টেম নিয়ে নতুন ধারণা দেয়। এতে বোঝা যায়, কেন সবাই গুরুতর অটোইমিউন রোগে আক্রান্ত হন না। পাশাপাশি, শরীর কীভাবে নিজের কোষকে আক্রমণ করা থেকে বিরত রাখে-তাও পরিষ্কার হয়।

নোবেল কমিটির চেয়ারম্যান ওলে ক্যাম্পে বলেন, “তাদের গবেষণা কেবল রোগপ্রতিরোধ ব্যবস্থার জটিলতা বোঝায়নি। এটি ক্যানসার, অটোইমিউন রোগ এবং অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায়ও নতুন পথ দেখিয়েছে।”

বর্তমানে এই আবিষ্কারের ভিত্তিতে অনেক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ভবিষ্যতে এসব গবেষণা আরও উন্নত চিকিৎসার পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ? পাকিস্তান–তুরস্ক–সৌদি আরবের সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা বলয়

বিশ্ব রাজনীতির অস্থির বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক রিপোর্ট। মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ-পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব- নিজেদের মধ্যে একটি সমন্বিত সামরিক ও প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একে অনেকে আখ্যা দিচ্ছেন সম্ভাব্য ‘মুসলিম ন্যাটো’ হিসেবে।

আন্তর্জাতিক গবেষণার মঞ্চে আবারও বাংলাদেশের গর্ব: বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ড. সাইদুর রহমান

আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনের বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বলভাবে উচ্চারিত হলো বাংলাদেশের নাম। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখে লাল-সবুজের পতাকাকে আরও একবার গর্বের সঙ্গে উঁচিয়ে ধরেছেন।

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা: এল ক্লাসিকো সুপার কাপ ফাইনাল ২০২৬ | সময়সূচি ও প্রিভিউ

ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বিশ্ব ফুটবল উপহার দিচ্ছে এক মহাজাগতিক লড়াই। মরুভূমির বুকে আজ উত্তাপ ছড়াতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা (real madrid vs barcelona)। ২০২৬ সালের এটিই প্রথম ‘এল ক্লাসিকো’, যা ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ