প্রকাশিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ফলাফল ২০২৫ ! ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ২৬টি পদের মধ্যে ২৪টিতেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশন সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে।
চাকসু নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ পদে জয়:
- ভিপি (সহ-সভাপতি): ইব্রাহিম হোসেন রনি (ছাত্রশিবির সমর্থিত)
- জিএস (সাধারণ সম্পাদক): সাঈদ বিন হাবিব (ছাত্রশিবির সমর্থিত)
চাকসু নির্বাচনের ফলাফল ২০২৫ আরও বিজয়ী যারা:
মোহাম্মদ শাওন (খেলাধুলা), হারেজুল ইসলাম (সংস্কৃতি), জিহাদ হোসাইন (সহ-সংস্কৃতি), আবদুল্লাহ আল নোমান (দপ্তর), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ), তানভীর আঞ্জুম (গবেষণা), তাহসিনা রহমান (সমাজসেবা), আফনান ইমরান (স্বাস্থ্য), ফজলে রাব্বি (মানবাধিকার), মাসুম বিল্লাহ (পাঠাগার) সহ আরও অনেকেই।
নির্বাহী সদস্য পদের জয়ী ৫ জন:
আকাশ দাশ, আদনান শরীফ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সোহানুর রহমান ও সালমান ফারসী।
শুধুমাত্র দুটি পদে জয়ী অন্য প্যানেলের প্রার্থী:
- এজিএস: আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল সমর্থিত)
- সহ-খেলাধুলা সম্পাদক: তামান্না মাহবুব প্রীতি
এই বিজয় শিক্ষার্থীদের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে আশা করা যায়।




