মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর বৈঠক শেষ হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। দুই নেতা ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতাকে ভারহীন দেখাচ্ছিল, তবে ট্রাম্প শি-য়ের কানে কানে কিছু বলতে দেখা যায়। এরপরই তারা নিজের নিজের গাড়িতে করে চলে যান।
রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনের অনুযায়ী, ট্রাম্প সরাসরি বিমানবন্দরে যান এবং এয়ার ফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্র রওনা দেন। এর মাধ্যমে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হলো। দক্ষিণ কোরিয়া সফরের আগে মালয়েশিয়া ও জাপান সফর করেছিলেন।
ট্রাম্প শি বৈঠক এর মূল সিদ্ধান্ত:
- ট্রাম্প জানিয়েছেন, চীনের সাথে এক বছরের বাণিজ্য চুক্তি নিয়মিতভাবে বাড়ানো হবে।
- চীনের শুল্ক ৫৭% থেকে কমিয়ে ৪৭% করা হবে।
- ট্রাম্প এপ্রিলে চীন সফর করবেন, শি কিছু পরে যুক্তরাষ্ট্র সফর করবেন।
- ট্রাম্প বলছেন, বৈঠকে পৃথিবীর বিরল সমস্যার সমাধান হয়েছে এবং আগামী বৈঠকগুলোতে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শি জিন পিংয়ের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক। ২০১৯ সালের পর এটি তাদের প্রথম শীর্ষ সম্মেলন।
ট্রাম্প বৈঠককে “১০ এর মধ্যে ১২ এবং সেরা” হিসেবে আখ্যায়িত করেছেন। শি জিন পিংও ট্রাম্পের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।




