বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন সংযোজন: হিউম্যানয়েড রোবট ‘নিও’

বহুল পঠিত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথ সংস্থা ওয়ান এক্স টেকনোলজিস তৈরি করেছে এক আধুনিক হিউম্যানয়েড রোবট ‘নিও’ । বাংলাদেশি টাকায় যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা
যদিও অনেকের কাছে দামটা বেশি মনে হতে পারে, তবে নির্মাতারা বলছেন এতে এমন সব বৈশিষ্ট্য যুক্ত আছে যা দামকে যথার্থ করে তোলে।

কীভাবে কাজ করে ‘নিও’

মানব আকৃতির এই রোবট মূলত গৃহস্থালি কাজের সহায়ক হিসেবে তৈরি। ৩০ কেজি ওজনের এই রোবট প্রথম ধাপে সর্বোচ্চ ৬৮ কেজি পর্যন্ত ভার তুলতে সক্ষম। রান্না করা থেকে শুরু করে কথা বলা, এমনকি বাজারের ব্যাগ ঘরে পৌঁছে দেওয়াও তার পক্ষে সম্ভব।

হিউম্যানয়েড রোবট নিও – বৈশিষ্ট্য

‘নিও’ একবারে ২৫ কেজি ওজনের বস্তু সহজেই বহন করতে পারে। এর পোশাকে রয়েছে আধুনিক ও হালকা রঙের নকশা, আর পায়ে বিশেষভাবে নকশাকৃত জুতা পরানো।

নীরব সঙ্গী

এই রোবটের আরেকটি বড় গুণ হলো এর নিঃশব্দ চলাচল। এর শব্দমাত্রা মাত্র ২২ ডেসিবেল, যা একটি ফ্রিজের থেকেও কম। ফলে এটি নীরবে ঘরের সব কাজ সম্পন্ন করতে পারে, একেবারে নিঃশব্দ সহচরের মতো।

নতুনত্ব ও প্রযুক্তি

‘নিও’-তে ব্যবহৃত হয়েছে ২২ ডিগ্রি ঘূর্ণায়মান হাত এবং ওয়ান এক্সের নিজস্ব টেন্ডন ড্রাইভ অ্যাকচুয়েটর সিস্টেম। এর ফলে এটি ধীরে হলেও অত্যন্ত স্থিতিশীলভাবে কাজ সম্পন্ন করতে পারে।
এতে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ও ৫জি কানেক্টিভিটি, আর বুকে ও পেলভিসে সংযুক্ত তিনটি স্পিকার রোবটটিকে ঘরোয়া বিনোদন ডিভাইস হিসেবেও ব্যবহারযোগ্য করেছে।

গবেষকরা জানাচ্ছেন, ইতোমধ্যে বহু ক্রেতা এই রোবটের জন্য অর্ডার দিয়েছেন। ফলে, ভবিষ্যতে ‘নিও’ হতে পারে বাণিজ্যিকভাবে সফল একটি এআই পণ্য, যা শুধুমাত্র গবেষণা বা চিকিৎসা নয়, ঘরের দৈনন্দিন কাজেও বিপ্লব আনবে।

আরো পড়ুন

ভিভো ভি৬০ লাইট বাংলাদেশে: ভ্রমণপ্রেমীদের নতুন নির্ভরযোগ্য সঙ্গী

ভ্রমণপিপাসুদের জন্য এসেছে নতুন প্রযুক্তির চমক ভিভো ভি৬০ লাইট বাংলাদেশে । যারা সফর ও স্মৃতি ধরে রাখতে ভালোবাসেন, তাদের জন্য এটি শুধু একটি স্মার্টফোন নয়; এটি একটি পূর্ণাঙ্গ ট্রাভেল পার্টনার।

আকাশে নতুন দিগন্ত: ইহ্যাং উড়ন্ত গাড়ি বদলে দিচ্ছে ভবিষ্যৎ

চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইহ্যাং (EHang) উন্মোচন করেছে তাদের নতুন উড়ন্ত গাড়ি ভিটি ৩৫ (VT-35)। এটি আকাশ পরিবহনে এক নতুন যুগের সূচনা করেছে।

মহাবিশ্বের সম্প্রসারণ রহস্য: অন্ধকার শক্তি ছাড়াই সম্ভাব্য সমাধান

মহাবিশ্বের সম্প্রসারণ রহস্য মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এবং সেই সম্প্রসারণের গতি ক্রমশ বেড়ে চলেছে। ১৯৯৮ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, মহাবিশ্বের সম্প্রসারণ কেবল অব্যাহত নয়, বরং...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ