জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন-
“আগামী বাংলাদেশ কেমন হবে, তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে।”
শুক্রবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত
ঢাবি, জাবি, রাবি ও চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে
তিনি এ মন্তব্য করেন।
“তারুণ্যনির্ভর বাংলাদেশ চাই”
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন- “আমি ও গোটা দেশ দেখতে চায় একটি
তারুণ্যনির্ভর বাংলাদেশ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিতরা যেমন নেতৃত্ব দেবেন, ভবিষ্যতের বাংলাদেশও তেমন হবে।”
তিনি আরও বলেন,
যে স্বপ্নের বাংলাদেশ শিক্ষার্থীরা দেখে,
তা বাস্তবে রূপ দিতে হবে যোগ্যতা, মেধা ও নেতৃত্বগুণ দিয়ে।
বিশ্ববিদ্যালয় হবে গবেষণার কেন্দ্র: প্রত্যাশা আমিরের

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন- “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ দুর্বল।
এ কারণে আমরা বিশ্ব র্যাংকিংয়ে পিছিয়ে।”
তিনি নির্বাচিতদের উদ্দেশে বলেন-
১. শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে
২. গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে
৩. বিশ্ববিদ্যালয় হবে জাতি গঠনের ল্যাবরেটরি
“তোমরাই আগামীদিনে দেশের ককপিটে বসবে”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন-
“তোমরাই ক্যাম্পাসে নতুন জোয়ার আনবে।
তোমরা দেশ পরিচালনার ককপিটে বসবে,
আমরা পেছন থেকে পরামর্শ দেব।
ভুল হলে সতর্ক করব, সংশোধন না হলে সরিয়ে দেব।”
তার মতে-
আজকের নির্বাচিত তরুণ নেতৃত্বই
দেশের ভবিষ্যৎ বৃহৎ নেতৃত্ব তৈরির ভিত্তি।
অনুষ্ঠানে যারা ছিলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম
পরিচালনায় ছিলেন- সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম
চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা,
জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।




