চীনের চংকিনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে অসাধারণ ফর্মে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলের ব্যবধানে নিয়ে বিধ্বস্ত করেছে লাল-সবুজের তরুণ ফুটবলাররা।
দাপুটে শুরু-বাংলাদেশের আক্রমণে বিধ্বস্ত ব্রুনাই
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মাত্র ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের দুর্দান্ত পাস থেকে অপু প্রথম গোল করেন। এই গোল বাংলাদেশকে গতি এনে দেয়।
১০ মিনিট পর রিফাত দুই ডিফেন্ডার কাটিয়ে বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন। এভাবে ব্রুনাই ডিফেন্সের ওপর চাপ আরও বাড়তে শুরু করে।
প্রথমার্ধেই চার গোল-বাংলাদেশের অনবদ্য নিয়ন্ত্রণ
- ২৩ মিনিটে রিদুয়ানের নিখুঁত পাস থেকে ফয়সাল তৃতীয় গোল করেন।
- ২৪ মিনিটে দূরপাল্লার শটে মানিক স্কোরলাইন দাঁড় করান ৪-০।
এক মিনিটের ব্যবধানে গোল খেয়ে ব্রুনাই পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে।
দ্বিতীয়ার্ধে আরও চার গোল- অপু ও রিফাতের জোড়া গোল
দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪ মিনিট পর রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন বাংলাদেশের তরুণরা।
৭৩ মিনিটে ফয়সালের লং শট ফিরিয়ে দিলেও রিফাত রিবাউন্ডে গোল করে জোড়া গোল পূর্ণ করেন।
দুই মিনিট পর বক্সের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আলিফ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান।
৭৯ মিনিটে বায়েজিদের শক্তিশালী শটে বাংলাদেশের গোলসংখ্যা দাঁড়ায় ৮-০।
কোচ গোলাম রব্বানী ছোটনের প্রশংসা
ম্যাচ শেষে হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন-
“ছেলেরা আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। তাই গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে। এখন লক্ষ্য-এই ধারাবাহিকতা ধরে রাখা।”
এএফসি অ-১৭ বাছাইয়ের গ্রুপ পরিস্থিতি
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে–
- চীন (স্বাগতিক)
- ব্রুনাই
- তিমুর লেস্তে
- শ্রীলঙ্কা
- বাহরাইন
এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই ২০২৬ সালের মূলপর্বে সৌদি আরবে খেলবে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ
২৬ নভেম্বর – শ্রীলঙ্কার বিপক্ষে
মূল প্রতিদ্বন্দ্বী: চীন ও বাহরাইন
বাংলাদেশের পরপর দুটি বড় জয়ে গ্রুপের লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।