বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। আগামী পাঁচ বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ২২টি আধুনিক মাদার ভেসেল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে।
বর্তমানে দেশের মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র ১১–১২ শতাংশ পরিচালিত হয় বাংলাদেশি পতাকাবাহী জাহাজের মাধ্যমে। নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে ধীরে ধীরে বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার ঐতিহাসিক দৃষ্টান্ত
বিএসসির ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে একটি জাহাজ কেনা হয়েছে- ‘বাংলার প্রগতি’। এটি শুধু একটি জাহাজ নয়, বরং বিএসসির সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক। চলতি বছরের শেষে আরও একটি নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই দুটি জাহাজ থেকেই বছরে আনুমানিক ১৫০–২০০ কোটি টাকা রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশীয় নাবিকদের জন্য নতুন সম্ভাবনা
এই বৃহৎ পরিকল্পনার মাধ্যমে শুধু রাজস্ব আয় নয়, বরং নাবিক ও সামুদ্রিক পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। দেশীয় মেরিটাইম খাত শক্তিশালী হলে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।
অতীতের ক্ষতি, ভবিষ্যতের প্রত্যয়
একসময় বিএসসির বহরে ছিল ৩৪টির বেশি জাহাজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অব্যবস্থাপনা, পুরোনো জাহাজ ও নানা সংকটে বহর কমে আসে। ফলে প্রতিবছর প্রায় ১ লাখ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশি শিপিং কোম্পানির পেছনে ব্যয় করতে হয়েছে। নতুন এই পরিকল্পনা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ।
রেকর্ড মুনাফা ও নতুন আশাবাদ
সব বাধা পেরিয়েও গত বছর বিএসসি ২৫০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে- যা সংস্থাটির ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে ২২টি মাদার ভেসেল যুক্ত হলে বিএসসি আবারও দেশের সামুদ্রিক বাণিজ্যে নেতৃত্বের আসনে ফিরে আসতে পারবে।
ভবিষ্যতের বাংলাদেশ, শক্তিশালী নৌবহর
সমুদ্র বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি মানেই অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া। ২২টি নতুন মাদার ভেসেল কেনার এই উদ্যোগ তাই শুধু একটি প্রকল্প নয়- এটি বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতিকে নতুন উচ্চতায় নেওয়ার সাহসী স্বপ্ন।
এটি নিঃসন্দেহে বাংলাদেশের আত্মনির্ভরতা ও উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করবে।