অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়াকু একটি ম্যাচ খেলেই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ফলাফল তাদের পক্ষে আসেনি, তবে ম্যাচটি আবারও প্রমাণ করেছে- চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা খুঁজে নিতে প্রস্তুত রেড ডেভিলসরা।
এই ম্যাচে দলের নেতা ব্রুনো ফের্নান্দেস সামান্য পেশির চোটের কারণে মাঠ ছাড়লেও, কোচ হুবেন অ্যামুরি আশাবাদী কণ্ঠেই বিষয়টি দেখছেন। কোচের মতে, এটি গুরুতর নয় এবং ফের্নান্দেস দ্রুতই পুনরায় দলে ফিরবেন বলে প্রত্যাশা।
অ্যামুরি বলেন,
“সে এমন একজন খেলোয়াড়, যে সবসময় নিজের ফিটনেসের প্রতি যত্নশীল। ভালোভাবে সেরে উঠে সে আরও শক্তভাবে ফিরবে।”
ব্রুনোর অনুপস্থিতি ইউনাইটেডের জন্য একদিকে চ্যালেঞ্জ হলেও, অন্যদিকে এটি তরুণ ও বেঞ্চে থাকা খেলোয়াড়দের নিজেদের প্রমাণের বড় সুযোগ তৈরি করে দিয়েছে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দল গঠনে নতুন কৌশল ও নতুন মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
চলতি প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৭ জয় ও ৫ ড্র নিয়ে ২৬ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। শীর্ষ দলের সঙ্গে ব্যবধান থাকলেও, লিগ এখনও দীর্ঘ এবং সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ পুরোপুরি খোলা।
ভক্তদের প্রত্যাশা- এই সময়টিকে কাজে লাগিয়ে দল আরও সংগঠিত হয়ে ফিরবে, আর নেতৃত্বে থাকা ব্রুনো ফের্নান্দেস ফিরবেন আগের মতোই অনুপ্রেরণাদায়ী ভূমিকায়।




