কৃষিপ্রধান বাংলাদেশের সমৃদ্ধির সারথি হতে আজ স্বপ্নজয়ের লড়াইয়ে নামছেন হাজারো শিক্ষার্থী। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ৯টি কৃষি ও কৃষিপ্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, গত ২৮ ডিসেম্বর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস নির্ধারিত ওয়েবসাইটে (https://acas.edu.bd/) প্রকাশ করা হয়।
এক নজরে আজকের পরীক্ষা:
- সময়: দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
- উপস্থিতি: সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে।
- আসন ও প্রার্থী: মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে লড়ছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি আসনের জন্য লড়বেন ২৪ জন মেধাবী প্রাণ।
উৎসবমুখর ও নিরাপদ আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুন্দর ও নিরবচ্ছিন্ন পরীক্ষা অভিজ্ঞতা দিতে এবার কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে গ্রহণ করা হয়েছে কয়েক স্তরের বিশেষ ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান আশাবাদ ব্যক্ত করে জানান, প্রশ্নপত্র পরিবহন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা—সবই সম্পন্ন হয়েছে সুচারুভাবে। তিনি বলেন:
"আমরা মেধা ও যোগ্যতার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষ ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক তৎপর থাকবে যাতে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের সেরাটা দিতে পারে।"
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা
এবারের গুচ্ছভুক্ত ৯টি বিদ্যাপীঠ হলো:
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
দেশের কৃষি বিপ্লবকে এগিয়ে নিতে এই তরুণ মেধাবীরাই হবে আগামীর মূল শক্তি। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভকামনা।