রবিবার, অক্টোবর ৫, ২০২৫

জাপানের রাজপরিবারে নতুন অধ্যায়: যুবরাজ হিসাহিতো আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক

বহুল পঠিত

জাপানের প্রাচীন রাজতন্ত্রে নতুন একটি অধ্যায় শুরু হলো। সম্রাট নারুহিতোর ভ্রাতুষ্পুত্র এবং সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী যুবরাজ হিসাহিতো শনিবার আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পেলেন।

রাজকীয় অনুষ্ঠানে তাঁকে পরানো হয় কালো সিল্ক ও ল্যাকারের তৈরি ঐতিহ্যবাহী কানমুরি” মুকুট, যা তাঁর প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীক। অনুষ্ঠানকালে যুবরাজ বলেন,
“আজকের এই মুকুটের জন্য ধন্যবাদ। আমি প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করব।”

দিনের শুরুতে তিনি নিজের বাসভবনে টাক্সেডো পরেই মুকুট গ্রহণ করেন। পরে ইম্পেরিয়াল প্রাসাদে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রাসাদের বিভিন্ন মন্দিরে প্রার্থনা শেষে তিনি সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর সঙ্গে সাক্ষাৎ করেন।

আগামী দিনগুলোতে যুবরাজ হিসাহিতো ইসে মন্দিরে প্রার্থনা করবেন এবং প্রয়াত সম্রাট হিরোহিতোর সমাধিসৌধসহ কিছু ঐতিহাসিক মন্দির দর্শন করবেন। বুধবার তিনি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

২০০৬ সালের ৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া যুবরাজ হিসাহিতো হলেন ক্রাউন প্রিন্স আকিশিনো ও ক্রাউন প্রিন্সেস কিকোর একমাত্র ছেলে। টোকিওর কাছাকাছি ৎসুকুবা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান পড়াশোনা করছেন তিনি। প্রকৃতির প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, বিশেষ করে ফড়িং নিয়ে গবেষণা করেছেন এবং একটি গবেষণাপত্রেও সহলেখক ছিলেন। এছাড়া ব্যাডমিন্টন খেলাতেও দক্ষ।

যুবরাজ হিসাহিতো’র প্রাপ্তবয়স্ক হওয়া কেবল রাজপরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়।

আরো পড়ুন

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।

আজকের দিনের ইতিহাস: ১ অক্টোবরের স্মরণীয় মুহূর্তসমূহ

ক্যালেন্ডারের প্রতিটি দিনই এক একটি গল্প, আর ১ অক্টোবরও তার ব্যতিক্রম নয়। আধুনিক বিশ্বের রাজনীতি, মানবাধিকার এবং প্রযুক্তিকে গড়ে তোলার পেছনে যেসব ঘটনা ভূমিকা রেখেছে, তার অনেকগুলোরই সাক্ষী এই দিন। চলুন, জেনে নেওয়া যাক ১ অক্টোবরের ইতিহাস এবং ইতিহাসের পাতায় কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল।

সেপ্টেম্বরের শেষ দিনে ইতিহাসের সোনালী অধ্যায়(৩০ সেপ্টেম্বর) 

প্রতিটি দিনই ইতিহাসের পাতায় নিজস্ব একটি স্থান দখল করে আছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন, ৩০ সেপ্টেম্বর, তেমনই কিছু ঘটনার সাক্ষী যা বিশ্ব ইতিহাসকে প্রভাবিত করেছে গভীরভাবে। চলুন জেনে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!