শনিবার, অক্টোবর ৪, ২০২৫

মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড পরিমান ডলার ক্রয়

বহুল পঠিত

মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক গত আড়াই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭৫ কোটি মার্কিন ডলার কিনেছে। শুধু সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই ২৬টি ব্যাংক থেকে কেনা হয়েছে ৩৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সাল থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পূর্ববর্তী সরকার রিজার্ভ থেকে ডলার ছাড়লেও ফল মেলেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থপাচার রোধ, রেমিট্যান্স বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের মাধ্যমে ডলারের সরবরাহ বেড়েছে।

বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় ডলারের দর কমছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক দর অতিরিক্ত কমে না যেতে বাজার থেকে ডলার কিনছে, যাতে রপ্তানি ও রেমিট্যান্স খাত ক্ষতিগ্রস্ত না হয়।

গত তিন অর্থবছরে রিজার্ভ থেকে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। তবে এই বছর আড়াই মাসেই কেনা হয়েছে ১.৭৫ বিলিয়ন ডলার।

বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলারে (বিপিএম৬ অনুযায়ী ২৫.৭৫ বিলিয়ন)। ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ছে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ছাড়াল

আরো পড়ুন

৩ অক্টোবরের ঐতিহাসিক মুহূর্ত: স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি

৩ অক্টোবরের ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসের পাতায় জেগে ওঠে বহু ঘটনার স্মৃতি।একেক বছর এই তারিখে রচিত হয়েছে রাষ্ট্রের ভাগ্য, আর মানুষ পেয়েছে নতুন কিছু উপলব্ধির...

রাষ্ট্রপতির সঙ্গে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় হিন্দু ধর্মাবলম্বীদের

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!