মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক গত আড়াই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭৫ কোটি মার্কিন ডলার কিনেছে। শুধু সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই ২৬টি ব্যাংক থেকে কেনা হয়েছে ৩৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সাল থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পূর্ববর্তী সরকার রিজার্ভ থেকে ডলার ছাড়লেও ফল মেলেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থপাচার রোধ, রেমিট্যান্স বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের মাধ্যমে ডলারের সরবরাহ বেড়েছে।
বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় ডলারের দর কমছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক দর অতিরিক্ত কমে না যেতে বাজার থেকে ডলার কিনছে, যাতে রপ্তানি ও রেমিট্যান্স খাত ক্ষতিগ্রস্ত না হয়।
গত তিন অর্থবছরে রিজার্ভ থেকে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। তবে এই বছর আড়াই মাসেই কেনা হয়েছে ১.৭৫ বিলিয়ন ডলার।
বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলারে (বিপিএম৬ অনুযায়ী ২৫.৭৫ বিলিয়ন)। ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ছে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।