রবিবার, অক্টোবর ৫, ২০২৫

আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান, ম্যাচ বর্জনের ইঙ্গিত সালমানদের!

বহুল পঠিত

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন তুঙ্গে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া হোক। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে-পিসিবির অভিযোগের কোনও ভিত্তি নেই, এবং পাইক্রফটই থাকছেন দায়িত্বে।

ভারতের পক্ষপাতিত্বের অভিযোগে বিস্ফোরক পাকিস্তান

আইসিসির রায় প্রকাশের পর পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিসহ একাধিক সূত্র জানিয়েছে, আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, রেফারি পাইক্রফটের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ তোলা হয়েছিল, তা ভিত্তিহীন।

ফলে পাকিস্তান-আমিরাত ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮:৩০টায় (বাংলাদেশ সময়)।

করমর্দন না করায় ঘোলাটে পরিস্থিতি

বিতর্কের সূত্রপাত হয় পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ শেষে। ম্যাচ পরবর্তী সৌজন্য করমর্দনের সময় সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। যদিও আইসিসির নিয়মে করমর্দন বাধ্যতামূলক নয়, তবুও এটি ছিল দৃষ্টিকটূ আচরণ বলে অভিযোগ পিসিবির।

অভিযোগ আরও গুরুতর হয়, যখন জানা যায় টসের সময় ম্যাচ রেফারি পাইক্রফট নিজেই পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাকে ভারতের অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে করমর্দন না করার পরামর্শ দেন।

ম্যাচ বর্জনের হুমকি ও সম্ভাব্য পরিণতি

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এমনকি তারা আরব আমিরাতের বিপক্ষে পরবর্তী ম্যাচ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে। যদি তারা সত্যিই ম্যাচ বর্জন করে, তবে ওয়াকওভার পেয়ে যাবে আরব আমিরাত, যারা সরাসরি চলে যাবে সুপার ফোরে।

এই অবস্থায় পাকিস্তানের এশিয়া কাপ অভিযান এখানেই থেমে যেতে পারে, কারণ গ্রুপ ‘এ’-তে ভারতের ৪ পয়েন্ট নিশ্চিত, নেট রানরেট ‍+৪.৭৯৩। অন্যদিকে, পাকিস্তান ও আমিরাতের রয়েছে ২ পয়েন্ট করে। পাকিস্তানের নেট রানরেট ‍+১.৬৪৯ এবং আমিরাতের -২.০৩০।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুক্রবার, আবুধাবিতে অনুষ্ঠিত হবে ভারত ও ওমানের মধ্যে। এখন দেখার বিষয় পাকিস্তান ম্যাচে নামে, নাকি ম্যাচ বর্জন করে বিতর্ককে আরও জটিল করে তোলে।

আরো পড়ুন

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।

আজকের দিনের ইতিহাস: ১ অক্টোবরের স্মরণীয় মুহূর্তসমূহ

ক্যালেন্ডারের প্রতিটি দিনই এক একটি গল্প, আর ১ অক্টোবরও তার ব্যতিক্রম নয়। আধুনিক বিশ্বের রাজনীতি, মানবাধিকার এবং প্রযুক্তিকে গড়ে তোলার পেছনে যেসব ঘটনা ভূমিকা রেখেছে, তার অনেকগুলোরই সাক্ষী এই দিন। চলুন, জেনে নেওয়া যাক ১ অক্টোবরের ইতিহাস এবং ইতিহাসের পাতায় কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল।

সেপ্টেম্বরের শেষ দিনে ইতিহাসের সোনালী অধ্যায়(৩০ সেপ্টেম্বর) 

প্রতিটি দিনই ইতিহাসের পাতায় নিজস্ব একটি স্থান দখল করে আছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন, ৩০ সেপ্টেম্বর, তেমনই কিছু ঘটনার সাক্ষী যা বিশ্ব ইতিহাসকে প্রভাবিত করেছে গভীরভাবে। চলুন জেনে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!