ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে।”
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এই বিক্ষোভ আয়োজন করা হয় “জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে।” সকালে ঢাকা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
“জুলাই আন্দোলন দেশের নতুন সূর্যোদয়ের প্রতীক”
সভায় জাহিদুল ইসলাম বলেন,“জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। শহীদ পরিবারগুলোর কান্না, আহত ও পঙ্গুদের রক্ত আজও কথা বলছে, অথচ দেড় বছর পার হলেও জুলাই গণহত্যার বিচার হয়নি।”
তিনি অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্ব করছে। এছাড়া কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, যা জনগণের ইচ্ছার পরিপন্থী।
“জনগণ এমন কাউকে ক্ষমতা দেবে না, যারা হত্যাকারীদের পুনর্বাসন করতে চায়,” বলেন শিবির সভাপতি।
গণহত্যার বিচার ও গণভোটের দাবি
জাহিদুল ইসলাম সরকারের উদ্দেশে বলেন, “জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। রাষ্ট্রকে ফ্যাসিবাদমুক্ত করে শহীদদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিলম্বে গণভোট আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, জুলাই সনদই জাতির ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে, যার মাধ্যমে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে।
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাব
শিবির সভাপতি বলেন, দেশে নানা সংস্কারের আলোচনা হলেও শিক্ষা সংস্কার নিয়ে কেউ কথা বলছে না।
“আমরা শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাব দিয়েছি। সরকার যদি তা বাস্তবায়ন করে, বাংলাদেশ হবে বিশ্বের একটি মডেল শিক্ষাব্যবস্থার দেশ।”
তিনি আরও বলেন, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুতে শিবিরের বিজয় অনেকে মেনে নিতে পারছে না। ক্যাম্পাসে মাদকবিরোধী কার্যক্রমেও বাধা দেওয়া হচ্ছে। “আমরা মাদকমুক্ত, মেধাবী ও নৈতিক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ,” বলেন জাহিদুল ইসলাম।
উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এসএম ফরহাদসহ বিভিন্ন মহানগর ও জোনের নেতারা।
এদিকে পূর্ব ঘোষণার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির।




