বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের একই বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার সম্প্রতি পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দীর্ঘ অভিজ্ঞতায় গবেষণা বিভাগে নতুন সংযোজন
মো. ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপবিভাগে দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি
- অভ্যন্তরীণ অর্থনীতি উপবিভাগ
- ইসলামী অর্থনীতি উপবিভাগ
এ কাজের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি, এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে গভীর গবেষণায় যুক্ত ছিলেন।
মনিটারি পলিসি ডিপার্টমেন্টে ১৮ বছরের কর্মজীবন
২০০৫ সালে মো. ওয়াহেদুজ্জামান সরদার বদলি হয়ে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্টে যোগ দেন। সেখানে তিনি টানা ১৮ বছর দায়িত্ব পালন করেন।
এই দীর্ঘ সময়ে তিনি-
- ওপেন মার্কেট অপারেশন (OMO)
- ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইং
এ গুরুত্বপূর্ণ উইংগুলোতে কাজ করে মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখেন।
দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত ১৫টি গবেষণা প্রবন্ধ
অর্থনীতি ও ফাইন্যান্স সংশ্লিষ্ট গবেষণায় মো. ওয়াহেদুজ্জামান সরদারের রয়েছে শক্ত অবস্থান।
তার লেখা ১৫টি গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এসব প্রবন্ধে উঠে এসেছে-
- জিডিপি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- মুদ্রানীতি ও আর্থিক স্থিতিশীলতা
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- রেমিট্যান্স প্রবাহ
- ইসলামী অর্থনীতি
- ক্ষুদ্র ঋণ ও কৃষি ঋণ
- মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্স
গবেষণা বিভাগে নতুন গতি প্রত্যাশা
দীর্ঘ অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক দক্ষতা ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতার কারণে তার এ পদোন্নতিকে বাংলাদেশ ব্যাংকের গবেষণা কার্যক্রমে নতুন গতি ও দিকনির্দেশনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বনিক বার্তা