মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

ভারতের মাটিতে নয়, বিসিবির অনড় অবস্থানে পিছু হটল আইসিসি

বহুল পঠিত

লঙ্কা জয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ!

টাইগার ভক্তদের জন্য দিনের সেরা সুখবর! ক্রিকেট কূটনীতিতে এক ঐতিহাসিক বিজয় অর্জন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারতের প্রবল চাপ ও প্রপাগান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দাবিতে অটল থাকল বাংলাদেশ। শেষ পর্যন্ত বিসিবির যুক্তির কাছে হার মানতে বাধ্য হচ্ছে আইসিসি। বিশ্বস্ত সূত্রের নিশ্চিত খবর- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনো ম্যাচই ভারতে খেলবে না বাংলাদেশ; টাইগারদের গর্জন শোনা যাবে শ্রীলঙ্কার মাটিতেই!

‘অসম যুদ্ধে’ বিসিবির রাজকীয় জয়

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রভাব বিশ্বজুড়ে সর্বজনবিদিত। সেই মহাপরাক্রমশালী বোর্ডের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের সিদ্ধান্ত টিকিয়ে রাখাটা ছিল এক প্রকার ‘অসম যুদ্ধ’। কলকাতা বা মুম্বাইয়ের ভেন্যুতে বাংলাদেশকে খেলাতে মরিয়া ছিল ভারত। নানা মাধ্যমে চাপ প্রয়োগ, এমনকি পয়েন্ট কেটে নেওয়ার প্রপাগান্ডাও চালানো হয়েছিল। কিন্তু বিসিবি সভাপতি ও বোর্ড কর্মকর্তারা মেরুদণ্ড সোজা রেখে জানিয়ে দিয়েছিলেন—ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। অবশেষে সেই সাহসই জয়ী হলো।

যে কারণে কঠোর অবস্থানে বিসিবি

এই কূটনৈতিক লড়াইয়ের শুরুটা মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতীয় ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্তের পর বিসিবি নিজেদের আত্মসম্মান রক্ষায় কঠোর অবস্থান বেছে নেয়। তখন অনেকেই বলেছিলেন, ভারতের বিপক্ষে গিয়ে বিসিবি টিকতে পারবে না। কিন্তু ক্রিকেট বোদ্ধাদের অবাক করে দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বোর্ড। ভারতীয় মিডিয়া ও সোশ্যাল সাইটে হাজারো গুজবের ফানুস ওড়ানোর পরও বিসিবি ছিল নির্ভার। আর সেই ধৈর্যের ফল হিসেবেই এল এই সুসংবাদ।

বদলে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপ ও সূচি!

ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরিত হওয়ার ফলে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে বিশ্বকাপের মূল সূচিতে। আইসিসি এখন নতুন করে ফিকশ্চার সাজাতে ব্যস্ত।

  • আগের সমীকরণ: পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশ ছিল ‘গ্রুপ সি’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি।
  • নতুন সম্ভাবনা: ভেন্যু যেহেতু ভারতে থাকছে না, তাই লজিক্যালি বাংলাদেশের গ্রুপও বদলে যেতে পারে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচের ভারসাম্য আনতে আইসিসি নতুন করে দল বিন্যাস করছে।

আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

আইসিসির অন্দরমহলের খবর, বিসিবির দাবি মেনে নিয়েই এখন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ বন্টনের আলোচনা চলছে। খুব শীঘ্রই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে বিসিবির কাছে এই ‘গুড নিউজ’ সম্বলিত আনুষ্ঠানিক চিঠি পৌঁছাবে।

মাঠের লড়াইয়ের আগে টেবিলের এই লড়াইয়ে জয় নিঃসন্দেহে নাজমুল শান্তর দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। এখন শুধু অপেক্ষা লঙ্কার মাটিতে লাল-সবুজের পতাকার ওড়ার।

সুত্র: সময় টিভি

আরো পড়ুন

চাকরি খুঁজব না, চাকরি দেব- তরুণদের জন্য ড. ইউনূসের নতুন রোডম্যাপ!

বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাফ জানিয়ে দিলেন, আর গতানুগতিক ‘চাকরি’র পেছনে ছোটা নয়, এবার সময় নিজের ভাগ্য নিজেই গড়ার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে এক বৈপ্লবিক বার্তা দেন- "চাকরি না খুঁজে তরুণ উদ্যোক্তা হোন, বিশ্ব জয় করুন।"

রাজশাহী বনাম সিলেট: বিপিএলের হাইভোল্টেজ ম্যাচের রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত মিরপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫/২৬ আসরের উত্তাপ এখন তুঙ্গে! ক্রিকেট প্রেমীদের চোখ এখন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে আসরের দুই শক্তিশালী দল- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস। তারকাবহুল এই ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই।

চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস – মিরপুরে মাঠ কাঁপাতে প্রস্তুত তারকাবহুল দুই দল!

বিপিএল প্রেমীদের জন্য দারুণ সুখবর! বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ২০২৫/২৬ আসরের উত্তাপ আরও বাড়াতে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ