বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

সাহিত্য ও সৃজনশীলতার এক অপূর্ব মিলনমেলা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মাননা ও সেমিনার

বহুল পঠিত

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬: সাহিত্য, ভাষা এবং সৃজনশীলতার চর্চাকে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ আয়োজন। ICALDRC Linguistics Unit of Dhaka University-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই সাথে অনুষ্ঠিত হয় একটি জ্ঞানগর্ভ সেমিনার এবং ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত চলা এই আয়োজনে শিক্ষাবিদ, গবেষক এবং সংস্কৃতিমনা মানুষদের মিলনমেলায় পরিণত হয়।

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গবেষণায় বিশ্বমঞ্চে ‘ICALDRC’-এর অনন্য যাত্রা

বিশ্বায়নের এই যুগে নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং সৃজনশীলতাকে বিশ্বদরবারে তুলে ধরার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে, ঢাকা থেকে বিশ্বজুড়ে শিল্প ও ভাষার সেতুবন্ধন তৈরি করছে একটি প্রতিষ্ঠান। গবেষণার মাধ্যমে শিল্পকলা ও ভাষার উৎকর্ষ সাধনে নিভৃতে কাজ করে যাচ্ছে International Creative Arts, Language & Development Research Centre (ICALDRC)

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি এখন শিল্প, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এক নতুন আশার আলো।

ICALDRC শুধুমাত্র একটি গবেষণা কেন্দ্র নয়, ICALDRC হলো সৃজনশীল মানুষ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার এক আন্তর্জাতিক মিলনমেলা। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো- বিশ্বের বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং শৈল্পিক বিবর্তনের ইতিহাস সংরক্ষণ করা এবং গবেষণার মাধ্যমে তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

শিল্পকলা মানুষের জীবন ও সভ্যতার বিকাশে কীভাবে ভূমিকা রাখে, তা নিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করছে তারা।

গুণীজনদের সম্মাননা ও স্বীকৃতি: প্রতিষ্ঠানটি শুধুমাত্র গবেষণায় সীমাবদ্ধ নয়। যারা নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, তাঁদের যথাযথ সম্মান জানাতে চালু রয়েছে ‘ICA Award’। হুমায়ুন ফরীদি, গোলাম মুস্তাফা এবং বুলবুল আহমেদের মতো কিংবদন্তি শিল্পীদের কর্মময় জীবন ও অবদানকে নতুন করে চর্চায় নিয়ে আসছে এই প্রতিষ্ঠান। গুণীজনদের এই স্বীকৃতি আদতে আমাদের শিকড়ের সন্ধানে এক বড় পদক্ষেপ।

লক্ষ্য যখন আকাশছোঁয়া: ICALDRC-এর ভিশন অত্যন্ত পরিষ্কার- এমন একটি বিশ্ব সম্প্রদায় গড়ে তোলা যেখানে ভাষা, সংস্কৃতি এবং সৃজনশীলতা মানুষের জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে। কুসংস্কারমুক্ত, আলোকিত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিল্পের শক্তিকে কাজে লাগাতে চায় তারা।

আয়োজনের মূল আকর্ষণ:

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “মনন সমৃদ্ধি ও জীবনকে অনুপ্রাণিত করতে ভাষা ও সাহিত্যের প্রভাব”।বক্তারা কীভাবে সাহিত্য মানুষের চিন্তাধারাকে উন্নত করে এবং জীবনকে নতুন পথ দেখায়, সে বিষয়ে আলোকপাত করেন। এর পাশাপাশি সৃজনশীল কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৫’।

যাঁরা পেলেন বিশেষ সম্মাননা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বর্ণাঢ্য আয়োজনে সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশের একঝাঁক গুণী মানুষকে ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৫’ (Honorable Awardees) প্রদান করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন:

বিশেষ অবদানের জন্য স্বীকৃত সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ:

  • হাসান জাহিদ (কানাডা)
  • শেখ মো. মোজাম্মেল হক
  • শাহ মতিন টিপু
  • মো. রফিকুল ইসলাম
  • এ. এফ. এম. মহিউদ্দিন আখন্দ
  • আহমেদ সৈয়দ শানুর (যুক্তরাজ্য)
  • লুৎফুন নাহার কল্পনা
  • কাজী আব্দুস সালাম
  • শামীম পারভেজ
  • আইয়ুব মুহাম্মদ খান
  • স্মৃতি রানী
  • বিলকিস সুলতানা রিনা
  • রিতা শবনম লিপি
  • সুব্রত রঞ্জন মজুমদার
  • মোস্ট ফারহানা বেগম (মিষ্টি)
  • নুরুন নাহার (তুলি)
  • সিতারা আরমান
  • সাগরিকা নাসরিন
  • আক্তারুন্নাহার রেহানা
  • মো. মহসিন আলী
  • মো. শফিকুল আলম (আকাশ মাহমুদ)
  • শাহ সুলতান আহামদ জালালী
  • রিনা পন্ডিত
  • পারভীন আমিন
  • রত্না দত্ত
  • ফারজানা ইসলাম
  • মোসা. তাহেরা খাতুন
  • সাবরিনা সাবা মার্শা
  • শারমিন নাহার
  • বেগম আক্তার দিলরুবা কানম
  • সিরাজুল অপু
  • শামীমা আক্তার লাভলী
  • মোহাম্মদ সজিব শেখ ও সুও সি হাসপাতাল (আকুপাংচার)
  • ড. মো. আমিরুল ইসলাম
  • সুমন আহমেদ
  • সুজাত মোস্তফা
  • জুয়েল রানা (চিত্ত মিডিয়া)
  • মোহাম্মদ গোলাম মোস্তফা সহ অনেকেই।

এই গুণীজনদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল আর. সি. মজুমদার অডিটোরিয়াম। তাঁদের এই অর্জন আগামী দিনে আরও নতুন সৃজনশীল কাজের অনুপ্রেরণা জোগাবে।

যাঁদের উপস্থিতিতে মুখর ছিল আয়োজন:

দেশবরেণ্য শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়।

  • প্রধান অতিথি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান
  • বিশেষ অতিথি ও কি-নোট স্পিকার: নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডভাইজার প্রফেসর ড. নাসার ইউ আহমেদ
  • বিশেষ অতিথি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত
  • আন্তর্জাতিক বক্তা: চীন থেকে আগত চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি মিস লিউ ওয়েনলি (Ms. Liu Wenli)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ICALDRC-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর লুৎফর রহমান জয়। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান

প্রত্যাশা ও প্রাপ্তি:

ভাষা ও সাহিত্যের মাধ্যমে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করা এবং সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়ার এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন পালক যুক্ত করল। দেশি-বিদেশি গবেষকদের এই মেলবন্ধন বাংলা সাহিত্য ও ভাষাচর্চাকে বিশ্বদরবারে আরও উঁচুতে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আরো পড়ুন

পজিটিভ জার্নালিজমে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন ‘গুড নিউজ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মহসিন আলী

চারদিকে যখন দুঃসংবাদ আর হতাশার খবর, ঠিক তখনই আশার আলো হাতে পথ দেখাচ্ছেন সাংবাদিক মো. মহসিন আলী। গতানুগতিক ধারার বাইরে গিয়ে গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ডাক দেওয়া এই স্বপ্নদ্রষ্টা এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি।

চালু হচ্ছে ‘চাঁদাবাজ ডটকম’, দুর্নীতি ও চাঁদাবাজি রোধে এনসিপির নতুন উদ্যোগ

ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের লক্ষ্যে ডাকসুর দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে সারা দেশে মাসব্যাপী বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে নেওয়া এই কর্মসূচির মূল স্লোগান— ‘হ্যাঁ’-তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন।’
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ