আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল আঙ্গিকে দলটি তাদের নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করেছে। ‘জনতার ইশতেহার’ শিরোনামের এই দলিলে জনগুরুত্বপূর্ণ ২৫টি বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার থাকছে, যা ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
আধুনিকতা ও প্রযুক্তির মেলবন্ধন
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর করা হয়েছে। এটি কেবল ছাপানো বইয়ে সীমাবদ্ধ নয়, বরং একটি বিশেষ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল আর্কাইভেও পাওয়া যাবে। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া প্রায় সাড়ে চার হাজার অডিও-ভিডিও মতামত বিশ্লেষণ করে এই ইশতেহার সাজানো হয়েছে।
ইশতেহারে যা থাকছে (মূল আকর্ষণ):
- তিন স্তরের উপস্থাপন: সাধারণের বোঝার জন্য বুলেট পয়েন্ট, বিস্তারিত পড়ার জন্য বই এবং গভীর গবেষণার জন্য ডিজিটাল আর্কাইভ।
- বাস্তবায়নের টাইমলাইন: প্রতিটি অঙ্গীকার পূরণে ১০০ দিন, ছয় মাস ও এক বছরের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা টাইমলাইন দেওয়া হবে।
- তারুণ্য ও নারীশক্তি: জুলাই বিপ্লব পরবর্তী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং নারীদের সম্মান ও অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
- বিশেষজ্ঞদের পরামর্শ: দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, সাংবাদিক ও চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেল এটি তৈরি করেছেন।
বিভাজনমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২০০৮ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ ইশতেহার আসছে। এতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। জামায়াতের লক্ষ্য- সব মতের মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।
আঞ্চলিক পরিকল্পনা ও তৃণমূলের গুরুত্ব
কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি প্রতিটি আসনের প্রার্থীরা নিজস্ব এলাকার জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা বা ‘লোকাল মেনিফেস্টো’ তৈরি করেছেন। যেমন- কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াসিন আরাফাত জানান, তার এলাকায় ফায়ার সার্ভিস স্থাপন, ১০টি স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি এবং প্রবাসীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
সব ঠিক থাকলে ২০ জানুয়ারির পর যেকোনো দিন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই ইশতেহার জনসমক্ষে প্রকাশ করা হবে।
সুত্রঃ আমার দেশ