বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

বাংলা ভাষায় এআই বিপ্লব: যাত্রা শুরু করল ‘কাগজ ডট এআই’, উন্মোচন হলো নতুন ফন্ট ‘জুলাই’

বহুল পঠিত

বাংলা ভাষার ডিজিটাল জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথমবারের মতো বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়েছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী নতুন বাংলা ফন্ট ‘জুলাই’

রাজধানীতে আনুষ্ঠানিক উদ্বোধন

গতকাল (১৫ ডিসেম্বর ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী

পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক সাড়া

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গত দুই সপ্তাহে প্রায় চার হাজার ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘কাগজ ডট এআই’ ব্যবহার করেছেন এবং তারা সন্তোষজনক ফল পেয়েছেন।

তিনি বলেন, বাংলা ভাষাকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহারের সুযোগ দিতে খুব শিগগিরই এই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করা হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করে এর সোর্স কোডও ওপেন সোর্স করা হবে

বাংলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের উদ্যোগ

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ভাষার স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ন রাখতে প্রতিটি নৃগোষ্ঠীর ভাষা থেকে ১০ হাজার মিনিটের ওরাল ডেটা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি শক্তিশালী বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) তৈরি করা হবে।

তিনি উল্লেখ করেন, ভাষাগুলোকে যদি ডেভেলপমেন্ট জার্নি ও প্রযুক্তি ইকোসিস্টেমের অংশ করা যায়, তাহলে সেগুলোকে সাইবার স্পেসে টিকিয়ে রাখা সম্ভব হবে।

ব্যবহারকারীর অংশগ্রহণেই উন্নয়ন ত্বরান্বিত হবে

বিশেষ সহকারী বলেন, “আমরা যেসব টুল নিয়ে কাজ করছি, সেগুলোর এপিআই ব্যবহার করে যত বেশি মানুষ যুক্ত হবে, তত বেশি সমস্যা শনাক্ত করা যাবে। এর ফলে উন্নয়ন যেমন দ্রুত হবে, তেমনি উন্নয়নের গুণগত মানও বাড়বে।”

কী সুবিধা দেবে ‘কাগজ ডট এআই’

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক-

  • লেখালেখি ও কনটেন্ট তৈরি
  • দাপ্তরিক নথি প্রস্তুত
  • ভাষা প্রক্রিয়াকরণ (NLP)
  • প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাজে এআই ব্যবহার

এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। বাংলা ভাষার জন্য এর আগে এমন পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

দাপ্তরিক ব্যবহারে নতুন মাত্রা আনবে ‘জুলাই’ ফন্ট

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ বিশেষভাবে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। কম্পিউটারনির্ভর বাংলা লেখায় যে সব কারিগরি সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে ছিল, এই ফন্ট তা অনেকাংশে দূর করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আমন্ত্রিত অতিথিরা।

প্রকল্প বাস্তবায়ন

উল্লেখ্য, ‘কাগজ ডট এআই’ এবং ‘জুলাই’ ফন্ট-এই দুটি উদ্যোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

আরো পড়ুন

ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা: ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে eTIF আপডেট বাধ্যতামূলক

নতুন শিক্ষা বছরের প্রস্তুতি ও বোর্ডের আদেশ আগামী ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ...

গভীর সমুদ্রে গবেষণায় জোর প্রধান উপদেষ্টার: মিলল ৬৫ নতুন প্রজাতির সন্ধান, টুনা মাছের বিপুল সম্ভাবনা

বাংলাদেশের নীল অর্থনীতি বা ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে গভীর সমুদ্রে গবেষণা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত একটি বিশেষ জরিপ ও গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ গুরুত্বারোপ করেন।

জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ৬ কেন্দ্রে ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষের পথে। ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ঘোষিত ৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদে দাপট দেখাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটে এগিয়ে রয়েছেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ