বাংলা ভাষার ডিজিটাল জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথমবারের মতো বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়েছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী নতুন বাংলা ফন্ট ‘জুলাই’।
রাজধানীতে আনুষ্ঠানিক উদ্বোধন
গতকাল (১৫ ডিসেম্বর ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক সাড়া
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গত দুই সপ্তাহে প্রায় চার হাজার ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘কাগজ ডট এআই’ ব্যবহার করেছেন এবং তারা সন্তোষজনক ফল পেয়েছেন।
তিনি বলেন, বাংলা ভাষাকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহারের সুযোগ দিতে খুব শিগগিরই এই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করা হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করে এর সোর্স কোডও ওপেন সোর্স করা হবে।
বাংলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের উদ্যোগ
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ভাষার স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ন রাখতে প্রতিটি নৃগোষ্ঠীর ভাষা থেকে ১০ হাজার মিনিটের ওরাল ডেটা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি শক্তিশালী বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) তৈরি করা হবে।
তিনি উল্লেখ করেন, ভাষাগুলোকে যদি ডেভেলপমেন্ট জার্নি ও প্রযুক্তি ইকোসিস্টেমের অংশ করা যায়, তাহলে সেগুলোকে সাইবার স্পেসে টিকিয়ে রাখা সম্ভব হবে।
ব্যবহারকারীর অংশগ্রহণেই উন্নয়ন ত্বরান্বিত হবে
বিশেষ সহকারী বলেন, “আমরা যেসব টুল নিয়ে কাজ করছি, সেগুলোর এপিআই ব্যবহার করে যত বেশি মানুষ যুক্ত হবে, তত বেশি সমস্যা শনাক্ত করা যাবে। এর ফলে উন্নয়ন যেমন দ্রুত হবে, তেমনি উন্নয়নের গুণগত মানও বাড়বে।”
কী সুবিধা দেবে ‘কাগজ ডট এআই’
অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক-
- লেখালেখি ও কনটেন্ট তৈরি
- দাপ্তরিক নথি প্রস্তুত
- ভাষা প্রক্রিয়াকরণ (NLP)
- প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাজে এআই ব্যবহার
এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। বাংলা ভাষার জন্য এর আগে এমন পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
দাপ্তরিক ব্যবহারে নতুন মাত্রা আনবে ‘জুলাই’ ফন্ট
নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ বিশেষভাবে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। কম্পিউটারনির্ভর বাংলা লেখায় যে সব কারিগরি সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে ছিল, এই ফন্ট তা অনেকাংশে দূর করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আমন্ত্রিত অতিথিরা।
প্রকল্প বাস্তবায়ন
উল্লেখ্য, ‘কাগজ ডট এআই’ এবং ‘জুলাই’ ফন্ট-এই দুটি উদ্যোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।