শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার- জয় করলেন নোবেল পুরস্কার

বহুল পঠিত

মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার জটিল কার্যপ্রণালী নিয়ে গবেষণা করে ২০২৫ সালে চিকিৎসায় নোবেল জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্র-জাপানের চিকিৎসা তিনজন বিজ্ঞানী। তারা হলেন-মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

সোমবার (৭ অক্টোবর), বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এবারের বিজয়ীদের নাম ঘোষণা করে।

রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় বড় অর্জন

নোবেল কমিটির মতে, মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা আমাদের প্রতিদিন হাজারো জীবাণু থেকে রক্ষা করে। তবে এটি যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে তা শরীরের সুস্থ কোষ ও অঙ্গপ্রত্যঙ্গেও আক্রমণ করতে পারে। ফলে, এই ব্যবস্থার ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই তিন বিজ্ঞানীর গবেষণা ছিল ঠিক এই বিষয় নিয়েই। তারা দেখিয়েছেন, ‘রেগুলেটরি টি সেল’ নামের এক ধরনের বিশেষ কোষ শরীরের নিজের কোষের বিরুদ্ধে ইমিউন সিস্টেমের আক্রমণ ঠেকায়।

সাকাগুচির প্রথম আবিষ্কার

১৯৯৫ সালে জাপানি গবেষক শিমন সাকাগুচি প্রথম দেখান, শরীরে এমন একটি ইমিউন কোষ রয়েছে যা অটোইমিউন রোগ প্রতিরোধে সাহায্য করে। এর আগে মনে করা হতো, কেবল থাইমাসে ক্ষতিকর কোষ ধ্বংসের মাধ্যমেই শরীর রক্ষা পায়।

ফক্সপি৩ জিন আবিষ্কার

পরে, ২০০১ সালে মার্কিন গবেষক ম্যারি ব্রানকো ও ফ্রেড র‍্যামসডেল ‘ফক্সপি৩’ নামের একটি জিন আবিষ্কার করেন। এই জিন নিয়ন্ত্রণ করে রেগুলেটরি টি সেলের গঠন ও কাজ। গবেষণায় দেখা গেছে, এই জিনে সমস্যা হলে আইপিইএক্স (IPEX) নামের অটোইমিউন রোগ দেখা দিতে পারে।

চিকিৎসায় নতুন দিগন্ত

তাদের সম্মিলিত গবেষণা ইমিউন সিস্টেম নিয়ে নতুন ধারণা দেয়। এতে বোঝা যায়, কেন সবাই গুরুতর অটোইমিউন রোগে আক্রান্ত হন না। পাশাপাশি, শরীর কীভাবে নিজের কোষকে আক্রমণ করা থেকে বিরত রাখে-তাও পরিষ্কার হয়।

নোবেল কমিটির চেয়ারম্যান ওলে ক্যাম্পে বলেন, “তাদের গবেষণা কেবল রোগপ্রতিরোধ ব্যবস্থার জটিলতা বোঝায়নি। এটি ক্যানসার, অটোইমিউন রোগ এবং অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায়ও নতুন পথ দেখিয়েছে।”

বর্তমানে এই আবিষ্কারের ভিত্তিতে অনেক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ভবিষ্যতে এসব গবেষণা আরও উন্নত চিকিৎসার পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

ট্রাম্পের ‘ড্রিম মিলিটারি’ মিশন: ১.৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এক অভাবনীয় এবং নজিরবিহীন পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৭ অর্থ বছরের জন্য তিনি রেকর্ড ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব...

ভাজাপোড়া খাবার খেলে কী হয়? মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও বাঁচার উপায়

বিকেলে চায়ের সাথে একটু সিঙ্গারা, পুরি কিংবা ফ্রেঞ্চ ফ্রাই—আমাদের অনেকেরই নিত্যদিনের অভ্যাস। ভাজাপোড়া খাবার বা Fried Food খেতে সুস্বাদু হলেও নিয়মিত এটি গ্রহণ করা শরীরের জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, অতিরিক্ত ভাজা খাবার হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যানসারের মতো মারণব্যাধী ডেকে আনতে পারে।

ডেলসি রদ্রিগেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ

দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক ভূমিকম্প: মাদুরোর পতন ও নতুন নেতৃত্ব ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ধাক্কা লেগেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতা এখন অপসারিত। নিকোলাস মাদুরোকে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ