শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমান: ৯.২ কোটি রুপি চুক্তি ও নতুন অধ্যায়

বহুল পঠিত

কলকাতা নাইট রাইডার্স (KKR) যখন আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়, তখন ফ্র্যাঞ্চাইজিটি সেই মুহূর্তকে উদযাপন করে এক চেনা চিত্র দিয়ে: বাঙালি ফাস্ট বোলার হাসিমুখে বিরিয়ানির প্লেটের পাশে বসে

KKR-এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ডিজিটালি তৈরি ছবিটি যেন নিখুঁত। কলকাতার বিরিয়ানির প্রতি ভালোবাসা সকলেরই জানা, আর মুস্তাফিজুর জীবনকালীন সর্বোচ্চ আইপিএল চুক্তি ঠিকই উদযাপনের দাবি রাখে।

চমকপ্রদ চুক্তি: ৯২ মিলিয়ন রুপি

মুস্তাফিজুর চুক্তির পরিমাণ ৯২ মিলিয়ন রুপি, যা অনেকের জন্য চমকপ্রদ ছিল। অনেকেই আশা করেছিলেন যে চুক্তির উত্তেজনায় মুস্তাফিজুর আবেগ বের হয়ে আসবে, তবে বাঁ-হাতি বোলারের পরিচিত স্বভাব অনুযায়ী, তার প্রতিক্রিয়া ছিল সংযত।

ফ্র্যাঞ্চাইজির ছোট ভিডিওতে তিনি বলেন:

“আমি KKR দলের অংশ হতে পেরে খুবই খুশি ও উত্তেজিত। শীঘ্রই দেখা হবে।”

নিজের সোশ্যাল মিডিয়ায়ও তিনি সংক্ষিপ্ত রাখেন:

“Dreaming in purple। উত্তেজিত এবং purple পরিবারের সঙ্গে যুক্ত হতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

অপ্রত্যাশিত বেডিং যুদ্ধ

মুস্তাফিজুর প্রতি আগ্রহ পূর্বেই অনুমানযোগ্য ছিল। বিভিন্ন ফরম্যাটে অভিজ্ঞতা এবং সাম্প্রতিক মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স তার বাজারকে শক্তিশালী করেছিল। তবে চূড়ান্ত চুক্তি পরিমাণ বেশ চোখে পড়ার মতো।

চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস প্রথমে নিলামে অংশ নেয়। পরে KKR তাদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দেয়। ধাপে ধাপে দর কষাকষি চলতে থাকে, শেষে চুক্তি ৯২ মিলিয়ন রুপি-তে দাঁড়ায়।

এই চুক্তির মাধ্যমে মুস্তাফিজুর বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে নতুন রেকর্ড স্থাপন করলেন।

১৬ বছর আগে, মাশরাফি বিন মর্তুজা KKR-এর সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে চার মিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিলেন। গত মৌসুমে মুস্তাফিজুর দিল্লিতে ৬০ মিলিয়ন রুপি আয় করেছিলেন। এবার সেই সীমা আরও উর্ধ্বমুখী হলো।

পার্পল জার্সিতে নতুন অধ্যায়

এটি মুস্তাফিজুর আইপিএলের নবম মৌসুম, কিন্তু KKR-এর সঙ্গে প্রথমবার। কলকাতা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিশেষ যোগ আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য।

শাকিব আল হাসান, যিনি বাংলাদেশের সেরা ক্রিকেটারের মর্যাদা পেয়েছেন, KKR-এর সঙ্গে দুইটি আইপিএল শিরোপা জিতেছেন এবং মোট নয়টি মৌসুমের মধ্যে সাতটি এই ফ্র্যাঞ্চাইজিতে কাটিয়েছেন।

এ বছর শাকিব নিলামে অংশ নিয়েছিলেন, তবে তালিকায় নাম না থাকার কারণে মুস্তাফিজু বাংলাদেশের পতাকা পার্পল জার্সিতে বহন করছেন

সূত্রঃ বিডিনিউস ২৪

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

জুলাই বিপ্লবের বীরদের জন্য আসছে ঐতিহাসিক ‘দায়মুক্তি অধ্যাদেশ’!

ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার কারিগরদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সরকার একটি বিশেষ ‘দায়মুক্তি অধ্যাদেশ’ (Indemnity Ordinance) প্রণয়ন করতে যাচ্ছে।

রাজধানীতে ‘জুলাই বীর সম্মাননা’: ১২০০ যোদ্ধা ও সাংবাদিককে বিশেষ স্মারক প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা এবং আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য 'জুলাই বীর সম্মাননা' অনুষ্ঠান। আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সাহসী সাংবাদিকদের বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ