কথায় আছে, ‘এক দুয়ার বন্ধ হলে শত দুয়ার খুলে যায়’। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এটিই এখন ধ্রুব সত্য। রাজনৈতিক টানাপোড়েন আর বিসিসিআইয়ের কড়াকড়িতে আইপিএল থেকে বাদ পড়লেও বিশ্বমঞ্চে ফিজের চাহিদা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ মিলল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
আসন্ন পিএসএল-১১ আসরে মোস্তাফিজুর রহমানের যোগদানের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। তাদের অফিশিয়াল ফেসবুক ও এক্স (টুইটার) হ্যান্ডেলে মোস্তাফিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে— “ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।”
কেন এই যোগদান বিশেষ?
সম্প্রতি আইপিএলের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে ধরে রাখেনি এবং বিসিসিআইয়ের বিভিন্ন নীতির কারণে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। অনেক ক্রিকেট বিশ্লেষক একে ‘রাজনৈতিক প্রেক্ষাপট’ হিসেবে দেখছেন। তবে দমে যাননি মোস্তাফিজ। পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার বিষাক্ত কাটার সামলাতে বিশ্বের যেকোনো লিগই মুখিয়ে আছে।
পুরোনো ঠিকানায় ফেরা
মোস্তাফিজের দল এখনো চূড়ান্ত না হলেও প্লেয়ার্স ড্রাফটে তার নাম থাকা মানেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যাওয়া। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে পিএসএল মাতিয়েছিলেন এই বাঁহাতি পেসার। দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের উইকেটে সর্পিল গতির কাটার নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের গর্ব।
ফিজের এই নতুন যাত্রা কেবল তার ক্যারিয়ারের জন্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি ইতিবাচক বার্তা। যারা ভেবেছিলেন আইপিএল থেকে বাদ পড়লে মোস্তাফিজের কদর কমবে, তাদের মোক্ষম জবাবটি মাঠেই দিতে প্রস্তুত এই কাটার মাস্টার।
সূত্র: আমার দেশ