বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে কেন্দ্র করে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এই নতুন নোট প্রথম ইস্যু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য অফিস থেকেও নোটটি পাওয়া যাবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন নকশা: শেখ মুজিবের ছবি বাদ দিয়ে নতুন সিরিজ
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সব মূল্যমানের নোট থেকে শেখ মুজিবের ছবি বাদ দিয়ে নতুন নকশায় নোট প্রকাশের সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে এবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন কাগুজে নোট।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোটের দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার ও প্রস্থ ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশের বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে জলছাপে জাতীয় ফুল শাপলার পাতাসহ নকশা ব্যবহার করা হয়েছে।
পেছনে সুপ্রিম কোর্টের ছবি
নোটের পেছনের অংশে যুক্ত করা হয়েছে দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। পুরো নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে, যা আধুনিক নিরাপত্তা ও নকশা বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত
ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নোটে জাল প্রতিরোধে যুক্ত করা হয়েছে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে-
- রঙ পরিবর্তনশীল কালি-নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙ ধারণ করবে।
- লাল ও সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা-আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যাবে।
- জলছাপ-রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
এছাড়া শহীদ মিনারসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শ করলে উঁচু মনে হবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ বৈশিষ্ট্য
দৃষ্টি প্রতিবন্ধীরা সহজে নোট শনাক্ত করতে পারেন-সে উদ্দেশ্যে নোটের সামনের অংশে ডান পাশে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা স্পর্শে বোঝা যাবে।
পুরনো নোট চলবে আগের মতোই
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিরিজের নোট চালুর পরও পূর্বে প্রচলিত সব পুরনো নোট ও কয়েন আগের মতোই লেনদেনে বৈধ থাকবে।
মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ সংস্করণও আসছে
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুদ্রা সংগ্রাহকদের জন্য অবিনিময়যোগ্য নমুনা নোট মুদ্রণ করা হয়েছে। এগুলো নির্ধারিত মূল্যে রাজধানীর মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
নতুন সিরিজে যুক্ত হলো আরও একটি নোট
‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এর আগে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ৫০০ টাকার নতুন নকশার নোট।
নতুন নোটের নকশা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রত্নস্থাপত্যের ব্যবহারকে কেন্দ্রীয় ব্যাংকের আধুনিকীকরণের অংশ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে দেশের নোট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।