আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হয় ‘ নতুন কুঁড়ি ২০২৫ ’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা হলো নিজেকে আবিষ্কারের এক অসাধারণ সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘ নতুন কুঁড়ি ২০২৫ ’ সেই সুযোগ তৈরি করেছে দেশের শিশু-কিশোরদের জন্য, যেখানে তারা মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, “আজকের এই সাফল্য শিশুদের জীবনে এক বিশেষ মুহূর্ত। এই অর্জন তাদের আরও এগিয়ে যেতে, নিজেদের আবিষ্কার করতে এবং নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ‘নতুন কুঁড়ি’-এর মূল উদ্দেশ্যই হলো—নিজেকে চিনে নেওয়া ও গড়ে তোলা।”
প্রধান উপদেষ্টা আরও বলেন,
“আজকের এই আনন্দ শুধু মঞ্চেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়বে দেশের হাজারো ঘরে। এই উৎসব প্রতিটি পরিবারকে গর্বিত ও আনন্দিত করবে, যারা তাদের সন্তানদের সাফল্য ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে দেখছে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারা দেশের হাজার হাজার শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। এ বছরের ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ ‘ক’ গ্রুপে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জের শুভ মিতা তালুকদার চ্যাম্পিয়ন হয়েছেন। বিজয়ীরা প্রত্যেকে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।




