সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সে নতুন উচ্চতা যুক্ত করেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন মোট ২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার (২৬৮ কোটি ৫৮ লাখ), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে)।
রেমিট্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশ
তথ্য অনুযায়ী, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো রেমিট্যান্স পেয়েছে প্রায় ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি অর্থ-১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।
এ বছর জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, আর আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। এই তিন মাসে রেমিট্যান্সে ধীরে ধীরে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।




