সৌদি আরবে কর্মরত লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের জন্য এসেছে বড় ও যুগান্তকারী সুখবর। দেশটির শিল্প লাইসেন্সপ্রাপ্ত কারখানায় কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ফি সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সউদী সরকার।
সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদের (সিডা) সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
শিল্পখাত শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত
সরকারি বিবৃতিতে জানানো হয়, শিল্পখাতকে আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতেই প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ফি প্রত্যাহার করা হয়েছে।
এই সিদ্ধান্ত সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ, যার লক্ষ্য একটি বৈচিত্র্যময়, আধুনিক ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা।
প্রবাসীদের জন্য কী সুফল আসছে
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে-
- প্রবাসী শ্রমিকদের ওপর আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে
- শিল্পকারখানায় চাকরি আরও স্থিতিশীল হবে
- নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়বে
- বাংলাদেশসহ শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা যাবে
শিল্পখাতে অভাবনীয় অগ্রগতি
শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ জানান, ২০১৯ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই দফা ফি ছাড় কার্যকর থাকায় সরকার গত ছয় বছরে উল্লেখযোগ্য আর্থিক দায় বহন করেছে।
এর সুফল হিসেবেই শিল্পখাতে গুণগত প্রবৃদ্ধি ও ব্যাপক সম্প্রসারণ সম্ভব হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী-
- শিল্পপ্রতিষ্ঠান বেড়েছে ৮,৮২২ থেকে ১২,০০০+
- শিল্প বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ বিলিয়ন থেকে ১.২২ ট্রিলিয়ন সৌদি রিয়াল
- তেলবহির্ভূত রপ্তানি বেড়ে ২১৭ বিলিয়ন রিয়ালে পৌঁছেছে
- কর্মসংস্থান বেড়েছে ৪৮৮ হাজার থেকে ৮৪৭ হাজারে
- শিল্পখাতের জিডিপি বেড়ে ৫০০ বিলিয়ন রিয়ালের বেশি
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে
মন্ত্রী আরও বলেন, নতুন সিদ্ধান্তের ফলে-
- কারখানার পরিচালন ব্যয় কমবে
- অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উন্নত উৎপাদন প্রযুক্তির ব্যবহার বাড়বে
- সৌদি শিল্পখাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে
ভবিষ্যৎ লক্ষ্য আরও বড়
সৌদি সরকার ঘোষণা দিয়েছে-
- ১ ট্রিলিয়ন রিয়াল মূল্যের ৮০০ নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টি
- ২০৩৫ সালের মধ্যে শিল্প জিডিপি প্রায় তিনগুণ বাড়িয়ে ৮৯৫ বিলিয়ন রিয়াল
- সৌদি আরবকে একটি বৈশ্বিক শিল্প শক্তিতে পরিণত করা
সব মিলিয়ে, এই সিদ্ধান্ত শুধু শিল্পখাত নয়- প্রবাসী শ্রমিকদের জীবন ও ভবিষ্যতের জন্যও একটি বড় আশার বার্তা।
সুত্র: দৈনিক ইনকিলাব