জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে একের পর এক উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে তার গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে গাজার চলমান সংকট নিরসনে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে অংশ নিচ্ছে সৌদি আরব, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান।