দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষের পথে। ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ঘোষিত ৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদে দাপট দেখাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটে এগিয়ে রয়েছেন।