পিএসজি বনাম ফ্ল্যামেঙ্গো ( Psg VS Flamengo ) ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চ, নাটক আর আবেগের এক অনন্য অধ্যায় হয়ে থাকল। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের মাত্র ২৪ ঘণ্টা পর মাঠে নেমে টাইব্রেকারে হতাশার শট নিলেও শেষ হাসি হেসেছে প্যারিস সাঁ জার্মাঁ। রুশ গোলরক্ষক মাতভেই সাফানভের অবিশ্বাস্য দৃঢ়তায় প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে পিএসজি।