ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে জনমনে নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশ বজায় রাখতে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে। বিশেষ করে শিল্পনগরী গাজীপুর জেলাজুড়ে সেনাবাহিনীর জোরদার টহলে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি ও আত্মবিশ্বাস।