“পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল…”- এই অমর পঙক্তির মতোই কুয়াশাচ্ছন্ন এক ডিসেম্বরের ভোরে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা, আর কোটি কণ্ঠে ধ্বনিত হয়েছিল- “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ”।
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে ঘিরে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশের পতাকা হাতে একসঙ্গে আকাশ থেকে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিয়েছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই ঐতিহাসিক অভিযানে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যিনি বিশেষভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।