সূরা ফালাক পবিত্র কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা আমাদের সব ধরনের অনিষ্ট, জাদু ও হিংসা থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দেয়। এটি এবং এর পরবর্তী সূরা আন-নাসকে একত্রে "মুআওয়িযাতাইন" (আশ্রয় বা সুরক্ষার সূরা) বলা হয়। এই নির্দেশিকাটিতে আমরা সূরা ফালাকের বাংলা উচ্চারণ, বিশুদ্ধ আরবি পাঠ, অর্থ, তাফসীর এবং এর অসাধারণ ফজিলত সম্পর্কে বিস্তারিত জানব।