আপনার ঘরে কি নতুন অতিথি আসছে? একটি ফুটফুটে কন্যা শিশু মানেই জান্নাতের সুসংবাদ। সন্তানের আগমনের খুশির সাথে সাথে বাবা-মায়ের সবচেয়ে আনন্দের দায়িত্ব হলো তার জন্য একটি সুন্দর, অর্থবহ এবং শ্রুতিমধুর নাম রাখা।
অনেক বাবা–মা তাদের নামের সাথে মিল রেখে নির্দিষ্ট অক্ষর ধরে নাম খোঁজেন।
“আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ” – যেন নামটা সুন্দর শোনায়, অর্থ ভালো হয়, আর পুরো নামের ভেতর দোয়া লুকিয়ে থাকে।