বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

গাজা শান্তি উদ্যোগে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক

বহুল পঠিত

আগামী সোমবার গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে মুসলিম দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে গাজার জন্য প্রস্তাবিত মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, “ইস্তাম্বুলের এই বৈঠকে আমরা এখন পর্যন্ত কী অগ্রগতি অর্জন করেছি, তা পর্যালোচনা করব এবং ভবিষ্যতে যৌথভাবে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে বিষয়ে মতবিনিময় করব।”

আমন্ত্রিত দেশগুলোর তালিকা

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে মিসর, ইন্দোনেশিয়া, জর্দান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের।
এই দেশগুলোর প্রতিনিধিরা এর আগে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন।

“আশার আলো দেখা দিয়েছে” ফিদান

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস চাহকনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, “একটি আশার ঝলক দেখা দিয়েছে, যা গোটা অঞ্চলের জন্য ইতিবাচক সংকেত।”

তিনি আরও বলেন, “আমাদের আলোচনায় উঠে আসবে শান্তি পরিকল্পনার বাস্তবায়নে কী বাধা আছে, কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এবং আমরা পশ্চিমা দেশগুলোর সঙ্গে কীভাবে সমন্বয় করতে পারি।”

ইসরায়েলের সমালোচনা

ফিদান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, তিনি “যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত খুঁজছেন এবং গাজায় গণহত্যা পুনরায় শুরু করার চেষ্টা করছেন।”

গাজায় তুরস্কের সহায়তা ও বাধা

তুরস্ক সম্প্রতি গাজায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ৮১ সদস্যের একটি দুর্যোগ প্রতিক্রিয়া দল পাঠিয়েছে। তবে এখনো তারা ইসরায়েলের প্রবেশ অনুমতির অপেক্ষায় রয়েছে বলে ফিদান জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে এবং গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক বাহিনীতে তুরস্কের সেনাবাহিনীর অংশগ্রহণের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।”

ইসরায়েলের আপত্তি

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, তুরস্কের “বিদ্বেষপূর্ণ অবস্থানের” কারণে তাদের বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, “তুরস্কের সশস্ত্র বাহিনীকে গাজায় প্রবেশ করতে দেওয়া আমাদের জন্য যুক্তিসঙ্গত নয়, এবং আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রকেও অবহিত করেছি।”

সোর্সঃ এএফপি

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বিক্রি করবে এফ‑৩৫ যুদ্ধবিমান: ২০২৫ প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা সৌদি আরবকে এফ‑৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

পাকিস্তান ভারতের ওপর ভরসা রাখতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্য

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না। তিনি সতর্ক করেছেন, ভারত সীমান্ত পেরিয়ে আবারও হামলা চালাতে পারে।

ফিল্ড মার্শাল মুনিরের অঙ্গীকার: ভবিষ্যতে যেকোনো আগ্রাসনে পাকিস্তানের ‘কঠোর প্রতিক্রিয়া’

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ঘোষণা দিয়েছেন যে দেশের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসন হলে পাকিস্তান দৃঢ় ও দ্রুত জবাব দেবে। রাষ্ট্রপতি ভবনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ