নিজস্ব প্রতিবেদক, গুড নিউজ বাংলাদেশ ঢাকা | ১ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশের অন্যতম রপ্তানি পরামর্শক প্রতিষ্ঠান ‘এক্সপোর্ট সেবা’ (Export Sheba)। সম্প্রতি টাঙ্গাইলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) ফাউন্ডেশনের উদ্যোগে এবং পাথরাইল তাঁতবস্ত্র ক্লাস্টারের সহযোগিতায় ‘রপ্তানি প্রক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই কর্মশালায় স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির আধুনিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্যোক্তাদের বিশ্বস্ত সঙ্গী ‘এক্সপোর্ট সেবা’ জাহিদ হোসেনের হাত ধরে যাত্রা শুরু করা ‘এক্সপোর্ট সেবা’ মূলত বাংলাদেশি উদ্যোক্তাদের রপ্তানি বাণিজ্যের জটিল পথকে সহজ করার কাজ করছে। বায়ার (Buyer) খোঁজা থেকে শুরু করে রপ্তানি ডকুমেন্টেশন, আন্তর্জাতিক কমপ্লায়েন্স এবং লজিস্টিক সাপোর্ট—সবকিছুতেই উদ্যোক্তাদের ওয়ান-স্টপ সলিউশন দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের যেকোনো ব্যবসায়ী যাতে নির্ভয়ে বিদেশে পণ্য পাঠাতে পারেন।
অর্থনৈতিক সমৃদ্ধিতে নতুন দিগন্ত সম্প্রতি প্রতিষ্ঠানটি biniyog.io-এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে রপ্তানিমুখী ব্যবসাগুলোর জন্য শরিয়াহ-সম্মত বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। টাঙ্গাইলের এই প্রশিক্ষণে মূলত ‘পাথরাইল তাঁতবস্ত্র ক্লাস্টার’-এর মতো স্থানীয় ব্র্যান্ডগুলোকে বিশ্ব দরবারে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মেন্টরশিপের মাধ্যমে উদ্যোক্তারা শিখছেন কীভাবে নির্দিষ্ট পণ্যের জন্য লাভজনক বাজার নির্বাচন করতে হয় এবং বায়ারদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হয়।
এক্সপোর্ট সেবার এই উদ্যোগগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশীয় পণ্যকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সূত্রঃ Export Seba Official FB Page