ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ক্রীড়া ২০২৫। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় যুব ফুটবল প্রতিযোগিতা উৎসব। এই প্রতিযোগিতায় ‘বাংলা টাইগার’ দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং ‘সেকেন্ড জেনারেশন’ দল রানার্সআপ হয়েছে। ২০ সেপ্টেম্বর বেলাহয় ইসলামিক কালচারাল সেন্টারের ফুটবল মাঠে চারটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, বিএনপির ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী মনির আহমেদ, দূতাবাসের কাউন্সিলর তন্ময় মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
প্রবাসী বাংলাদেশি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বক্তব্য-
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের ট্রফি ও খেলোয়াড়দের মেডেল প্রদান করেন।
উক্ত প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যবদ্ধতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া সম্প্রীতির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়। দূতাবাস ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
ফুটবল টুর্নামেন্টের আগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় যুব উৎসব ২০২৫, যা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক যোগাযোগকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।