রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

ডেনমার্কে যুব উৎসব ২০২৫: ফুটবল টুর্নামেন্টে ‘বাংলা টাইগার’ চ্যাম্পিয়ন

বহুল পঠিত

ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ক্রীড়া ২০২৫। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় যুব ফুটবল প্রতিযোগিতা উৎসব। এই প্রতিযোগিতায় ‘বাংলা টাইগার’ দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং ‘সেকেন্ড জেনারেশন’ দল রানার্সআপ হয়েছে। ২০ সেপ্টেম্বর বেলাহয় ইসলামিক কালচারাল সেন্টারের ফুটবল মাঠে চারটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, বিএনপির ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী মনির আহমেদ, দূতাবাসের কাউন্সিলর তন্ময় মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

প্রবাসী বাংলাদেশি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বক্তব্য-

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের ট্রফি ও খেলোয়াড়দের মেডেল প্রদান করেন।

উক্ত প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যবদ্ধতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া সম্প্রীতির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়। দূতাবাস ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

ফুটবল টুর্নামেন্টের আগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় যুব উৎসব ২০২৫, যা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক যোগাযোগকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা: এল ক্লাসিকো সুপার কাপ ফাইনাল ২০২৬ | সময়সূচি ও প্রিভিউ

ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বিশ্ব ফুটবল উপহার দিচ্ছে এক মহাজাগতিক লড়াই। মরুভূমির বুকে আজ উত্তাপ ছড়াতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা (real madrid vs barcelona)। ২০২৬ সালের এটিই প্রথম ‘এল ক্লাসিকো’, যা ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

প্রবাসী যোদ্ধাদের জন্য আস-সুন্নাহর অনন্য উদ্যোগ: ৪৬ দেশের প্রতিনিধিদের নিয়ে গাইডলাইন কর্মশালা

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের ঘামঝরানো পরিশ্রমে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। কিন্তু প্রবাস জীবনের নানাবিধ সংকট, আইনি জটিলতা এবং পারিবারিক বিচ্ছিন্নতার যন্ত্রণায় অনেক সময়ই দিশেহারা হয়ে পড়েন তারা। প্রবাসীদের এই সব বাস্তব সমস্যার সমাধান এবং সঠিক পথের দিশা দিতে রাজধানী ঢাকায় এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন সম্পন্ন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ