সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

সাতক্ষীরার সুপারি রপ্তানি: অর্থনীতি গড়ে তুলছে নতুন দিগন্ত

বহুল পঠিত

সাতক্ষীরায় উৎপাদিত সুপারি এখন শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি রপ্তানি হয়ে যাচ্ছে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকার সুপারি বিদেশে যাচ্ছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অর্থকরী ফসলটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রপ্তানি বাজারে চাহিদা, তবু দাম নিয়ে হতাশ চাষিরা

যদিও বিদেশে সুপারির চাহিদা বাড়ছে, তবে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা বলছেন, পরিচর্যা ছাড়াই সুপারি গাছে ভালো ফলন হয়েছে। কিন্তু বাজারে দাম কম। এর ফলে লাভ তুলনামূলকভাবে কমে যাচ্ছে।

বাজার, হাট এবং পাইকারি বিক্রি

সাতক্ষীরার বিভিন্ন হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুপারির কেনাবেচা চলে।
এখানে চাষিরা বস্তা বা ঝুড়িতে করে সুপারি নিয়ে আসেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিভিন্ন জেলার পাইকাররা এই হাট থেকে সুপারি কিনে নেন।

পাটকেলঘাটা বাজারে সপ্তাহে দুই দিন বড় হাট বসে। এখানে প্রতি সপ্তাহে গড়ে ২০–২৫ লাখ টাকার সুপারি লেনদেন হয়।

উৎপাদন বাড়ছে, জমিও বাড়ছে

সাতক্ষীরায় এই বছর প্রায় ৪৫০ টন সুপারি উৎপাদন হয়েছে। বাজার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা।
এই ফসল চাষ হয়েছে ১,৩৫০ বিঘা জমিতে।
গত তিন বছরে চাষের জমি বেড়েছে ২০০ বিঘা।
বর্তমানে শুকনো সুপারির কেজি মূল্য ৪৫০ টাকা।

চাষির অভিজ্ঞতা: লাভ ভালো, কিন্তু বাজার অনিশ্চিত

মঙ্গলাবন্দকাটি গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, “আমার তিন বিঘা জমির সুপারি বাগানে প্রতিবছর ফল হয়।”
তিনি আরও জানান, এতে বছরে প্রায় ৭০–৮০ হাজার টাকা আয় হয়।
তার মতে, “নারিকেল বা অন্য গাছের পাশে সুপারি গাছ লাগানো সুবিধাজনক।”

কৃষি দপ্তরের পর্যবেক্ষণ

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান,
“পান ও সুপারি দুটোই লাভজনক ফসল। সাতক্ষীরায় সুপারি চাষ বাড়ছে। কারণ, এতে খরচ কম কিন্তু আয় বেশি।”
তবে তিনি বলেন, “বাজার ব্যবস্থাপনা উন্নত না হলে কৃষক সঠিক মূল্য পাবে না।”

আরো পড়ুন

উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত: এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশীদারিত্ব

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)–এর আওতায় Entrepreneurship Development Program (EDP) বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ ব্যাংক–এর মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ থেকে মাঠে সেনাবাহিনীর টহল, উৎসবমুখর নির্বাচনের পথে বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে জনমনে নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশ বজায় রাখতে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে। বিশেষ করে শিল্পনগরী গাজীপুর জেলাজুড়ে সেনাবাহিনীর জোরদার টহলে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি ও আত্মবিশ্বাস।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যে বড় অগ্রগতি: শুল্ক কমানো ও রপ্তানিতে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও ভারসাম্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ