বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো

বহুল পঠিত

গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থানের স্বীকৃতিতে, ভেনেজুয়েলার রাজনৈতিক নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

লাতিন আমেরিকায় সাহস, নৈতিকতা ও দৃঢ়তার প্রতীক হিসেবে তিনি পরিচিত। নোবেল কমিটি তাঁকে অভিহিত করেছে “গণতন্ত্রের অনন্য কণ্ঠস্বর” হিসেবে।

নোবেল কমিটির বক্তব্য

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, “মাচাদো দুই দশক আগে যখন বন্দুকের পরিবর্তে ব্যালটের পথে হাঁটেন, তখনই তিনি সাহসী গণতন্ত্রচেতনার প্রতীক হয়ে ওঠেন।”

তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্রের পক্ষে কাজ করা এখনও অত্যন্ত বিপজ্জনক, তবুও তাঁর নির্ভীক সংগ্রাম আজ বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে।

সম্ভাব্য প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্পও

এই বছর সম্ভাব্য মনোনীতদের তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল। এমনকি তিনি নিজেও প্রকাশ্যে এই পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
তবে নোবেল কমিটি জানায়, মনোনয়ন প্রক্রিয়া জানুয়ারিতেই শেষ হয়েছে । তাই এইবার তাঁর সময় নয়।

অন্যান্য নোবেল বিজয়ীরা ২০২৫

সাহিত্যে নোবেল

লাসলো ক্রাসনাহরকাই (হাঙ্গেরি) মানবচেতনা ও দর্শনভিত্তিক লেখার জন্য সম্মানিত।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল

শিমন সাকাগুচি (জাপান), মেরি ব্রানকাও ও ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র) অটোইমিউন রোগ ও ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের জন্য।

রসায়নে নোবেল

সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ও ওমর ইয়াগি “মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs)” উদ্ভাবনের জন্য পুরস্কৃত।

পদার্থবিজ্ঞানে নোবেল

জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে, ও জন এম. মার্টিনিস বৈদ্যুতিক সার্কিটে বৃহৎ কোয়ান্টাম টানেলিং নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য সম্মানিত।

নোবেল পুরস্কারের নির্বাচন প্রক্রিয়ার রহস্য

১৯০১ সাল থেকে নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর গোপন বৈঠকে বিজয়ীদের নাম নির্ধারণ করে।
কে কখন মনোনীত হচ্ছেন, সেই তথ্য ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়।

এ বছর প্রথমবারের মতো বিবিসি ও নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনকে এই সিদ্ধান্ত প্রক্রিয়ার এক ঝলক দেখার সুযোগ দেওয়া হয়েছেযা নোবেল ইতিহাসে প্রথম।

কমিটির চেয়ারম্যান ফ্রিডনেস বলেন,“আমরা তর্ক করি, বিতর্ক করি, আবেগ কাজ করে। কিন্তু শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছাই এটাই নোবেল প্রক্রিয়ার সৌন্দর্য।”

পুরস্কারের আর্থিক মূল্য

প্রতিটি নোবেল পুরস্কারের মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১১ লাখ ৫৬ হাজার মার্কিন ডলার)।
যদি একাধিক ব্যক্তি পুরস্কার পান, তাঁরা সেই অর্থ ভাগ করে নেন।

মাচাদোর জয়ের তাৎপর্য

মারিয়া কোরিনা মাচাদোর এই নোবেল জয় শুধু ভেনেজুয়েলার নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষের বিজয়।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বিক্রি করবে এফ‑৩৫ যুদ্ধবিমান: ২০২৫ প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা সৌদি আরবকে এফ‑৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

পাকিস্তান ভারতের ওপর ভরসা রাখতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্য

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না। তিনি সতর্ক করেছেন, ভারত সীমান্ত পেরিয়ে আবারও হামলা চালাতে পারে।

ফিল্ড মার্শাল মুনিরের অঙ্গীকার: ভবিষ্যতে যেকোনো আগ্রাসনে পাকিস্তানের ‘কঠোর প্রতিক্রিয়া’

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ঘোষণা দিয়েছেন যে দেশের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসন হলে পাকিস্তান দৃঢ় ও দ্রুত জবাব দেবে। রাষ্ট্রপতি ভবনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ