বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও তুলুনামুলক ধর্মতত্ত্ববিদ ডাঃ জাকির নায়েক আসছেন প্রথমবারের মতো ঢাকায় আসছেন! আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ‘মেগা লেকচার ইভেন্ট’, যা আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
আয়োজক প্রতিষ্ঠানের প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন “আগামী ২০ অক্টোবর, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইভেন্টের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।”
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রাম। তবে শুধুমাত্র ঢাকায় নয়, দেশের বিভিন্ন শহরেও এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
ঢাকায় আসছেন ডাঃ জাকির নায়েক
২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর ডাঃ জাকির নায়েক কে বাংলাদেশ সফরের আগ্রহ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, বাংলাদেশ সফরের ব্যাপারে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান বাংলাদেশে তাঁর বহু ভক্ত রয়েছে এবং খুব শিগ্রই (কয়েক মাসের মধ্যে) তিনি ঢাকায় আসবেন বলে অভিমত ব্যক্ত করেন। সেই সাথে তিনি আবার তাঁর পিস টিভি বাংলাদেশে দ্রুত চালু করবেন বলেন আশা ব্যক্ত করেন।
অন্যদিকে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবায় ডাঃ জাকির নায়েক সম্পর্কে বক্তব্য প্রদানকালে তিনি জানান ডাঃ জাকির নায়েক বাংলাদেশে আশার জন্য ব্যাকুল হয়ে আছেন। তিনি আরও বলেন ডাঃ জাকির নায়েক এর ভাবভঙ্গিমতে ফুটে উঠেছিল “বাংলাদেশে আমি ক্যামনে যাই, আমি ক্যামনে যাই ” যেন বাংলাদেশ না আশা তাঁর জীবনের সব চেয়ে একটা বড় গ্যাপ।
এই আয়োজন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি হবে সম্পূর্ণ দাওয়াতি সফর।
বহু ভক্ত ও অনুসারীর দীর্ঘ প্রতীক্ষার পর ডাঃ জাকির নায়েকের আগমনকে বাংলাদেশের মুসলিম সমাজে এক ঐতিহাসিক ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।




