মালয়েশিয়া সফর শেষে এবার সুইজারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি তরুণরা। লুজানে তারা এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে। এরপর সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। অক্টোবরের ২৮ বা ২৯ তারিখে দল রওনা হবে।
চার ম্যাচের সূচি
সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ হবে পূর্ণ সময়ের অর্থাৎ চার কোয়ার্টারের। বাকি দুটি ম্যাচ হবে সংক্ষিপ্ত সময়ের দুই কোয়ার্টারের। এই সফর শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবে তারা।
বিশ্বকাপ মিশন ও গ্রুপ
আসন্ন জুনিয়র বিশ্বকাপের জন্য ইতোমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ভারতের চেন্নাইয়ে ২৮ নভেম্বর শুরু হবে এবারের আসর। এফ-গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। এই বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২৪টি দল।
দল ঘোষণার কারণ
দেড় মাস আগে দল ঘোষণার কারণ জানালেন ফেডারেশন সম্পাদক। তিনি বলেন, এটি সাধারণ টুর্নামেন্ট নয়, এটি বিশ্বকাপ। তাই খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতেই আগেভাগে দল ঘোষণা করা হলো। পরবর্তীতে নতুন করে দল গোছানোর সময় থাকবে না।
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি প্রস্তুতি ও ইনজুরি আশঙ্কা
দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে কয়েকজন। এটাই হবে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক প্রস্তুতি। ব্যস্ত সূচিতে ইনজুরির ঝুঁকি রয়েছে বলে জানালেন ফেডারেশন। প্রতিটি পজিশনের জন্য বিকল্প খেলোয়াড় রাখা হয়েছে। এছাড়া দুজন স্ট্যান্ডবাই খেলোয়াড়ও দলের সঙ্গে থাকবেন।




