সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

সঞ্চয়পত্রের সুদহার কমছে: সরকারের নতুন পরিকল্পনা

বহুল পঠিত

বাংলাদেশ সরকার ধীরে ধীরে সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমাচ্ছে। অর্থনীতির চাপ কমাতে এবং সুদের বোঝা হ্রাস করতে বাংলাদেশ ব্যাংক আগামী বছর থেকে আরও সঞ্চয়পত্রের সুদহার কমানোর পরিকল্পনা নিয়েছে। এতে সরকারের ব্যয় অনেকাংশে কমে আসবে।

অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকার আগে সঞ্চয়পত্র বিক্রির ওপর নির্ভর করত। এখন বাংলাদেশ ব্যাংক সেই প্রবণতা থেকে সরে এসে ট্রেজারি বন্ড ও বিকল্প বিনিয়োগের দিকে মানুষকে উৎসাহিত করছে। জুন মাসে সর্বোচ্চ সুদহার নির্ধারিত হয়েছে ১১.৯৮ শতাংশ।

অগ্রণী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও সুদহার কমানোর পক্ষে মত দিয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি কমায় সুদ কমানো অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। অর্থনীতিবিদ ড. তৌফিকের মতে, এখনই নিরাপদ বিকল্প বিনিয়োগের সুযোগ তৈরি করা জরুরি। আইএমএফ ও বিশ্বব্যাংকও এ বিষয়ে নজর দিচ্ছে।

গত অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ছিল। সুদ ও আসল পরিশোধে বিক্রির চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে। এতে সরকারের আর্থিক চাপ বেড়েছে, যা এই নতুন পরিকল্পনার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন

উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত: এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশীদারিত্ব

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)–এর আওতায় Entrepreneurship Development Program (EDP) বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ ব্যাংক–এর মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আন্তর্জাতিক গবেষণার মঞ্চে আবারও বাংলাদেশের গর্ব: বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ড. সাইদুর রহমান

আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনের বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বলভাবে উচ্চারিত হলো বাংলাদেশের নাম। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখে লাল-সবুজের পতাকাকে আরও একবার গর্বের সঙ্গে উঁচিয়ে ধরেছেন।

ঢাকায় ফিরছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এক নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন (Brent Christensen)। গত শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ওয়াশিংটনস্থ মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ