বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

হামাস মুক্তি দিল ২০ ইসরাইলি জিম্মিকে

বহুল পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।

সকালবেলা প্রথম ধাপে সাতজনকে মুক্তি দেওয়া হয়, পরে দ্বিতীয় ধাপে বাকি ১৩ জনকে মুক্তি দেওয়া হয়। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রথম ধাপের সাতজন জিম্মিকে আইসিআরসি দলের হাতে তুলে দেওয়া হয়।

মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে রয়েছেন গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল এবং গাই গিলবোয়া-ডালাল।

বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে। মুক্তি দেওয়া জিম্মিদের স্বজনরা গাজা সীমান্তে উপস্থিত হয়েছেন, আর দক্ষিণ গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি মুক্তির আনন্দে একত্রিত হয়েছেন।

এদিকে, মিশরে আজ আন্তর্জাতিক সম্মেলনে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে যোগ দিতে তার আগে ইসরাইল সফর করার কথা রয়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা এখনও কার্যকর রয়েছে।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বিক্রি করবে এফ‑৩৫ যুদ্ধবিমান: ২০২৫ প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা সৌদি আরবকে এফ‑৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

পাকিস্তান ভারতের ওপর ভরসা রাখতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্য

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না। তিনি সতর্ক করেছেন, ভারত সীমান্ত পেরিয়ে আবারও হামলা চালাতে পারে।

ফিল্ড মার্শাল মুনিরের অঙ্গীকার: ভবিষ্যতে যেকোনো আগ্রাসনে পাকিস্তানের ‘কঠোর প্রতিক্রিয়া’

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ঘোষণা দিয়েছেন যে দেশের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসন হলে পাকিস্তান দৃঢ় ও দ্রুত জবাব দেবে। রাষ্ট্রপতি ভবনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ