ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ এক ধাপ এগিয়েছে জাতীয় ফুটবল দল। সর্বশেষ তালিকায় তাদের অবস্থান এখন ১৮৩তম। এর আগে তারা ১৮৪ নম্বরে ছিল। এই উন্নতি নভেম্বরের ম্যাচগুলোর আগে ইতিবাচক বার্তা দিল।
ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ : হংকং ম্যাচের ইতিবাচক প্রভাব
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে হার মেনেছিল বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে অতিরিক্ত পয়েন্ট অর্জন করে। এই ড্রয়ের কারণেই র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে জামাল-হামজাদের। হংকংয়ের অবস্থান দুই ধাপ নেমে গেছে।
ভারত ম্যাচের প্রস্তুতি ও সম্ভাবনা
এই অবস্থান স্থায়ী নয়, নভেম্বরে আবারও র্যাঙ্কিং হবে। আসন্ন ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাফুফে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। জয় পেলে র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।
এশিয়ার ফিফা র্যাঙ্কিং পরিস্থিতি
এশিয়ার সেরা দল জাপান, অবস্থান ১৯তম। প্রতিপক্ষ ভারত দুই ধাপ পিছিয়ে ১৩৬তম। গ্রুপের আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারিয়ে উন্নতি করেছে। তারা তিন ধাপ এগিয়ে ১৫৫তম স্থানে উঠে এসেছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে অবিচল রয়েছে স্পেন। আর্জেন্টিনার চেয়ে তারা ৫ পয়েন্টে এগিয়ে। তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড এবং পাঁচে পর্তুগাল। ছয়ে উঠেছে নেদারল্যান্ডস। আটে বেলজিয়াম এবং নয়ে ইতালি।




