বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অভিযানে যোগ দিতে আজ দুপুরেই ঢাকায় আসছেন হামজা চৌধুরী । তিনি বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হিসেবে জনপ্রিয়। আগামীকাল মঙ্গলবার রাতে দলের সঙ্গে যুক্ত হবেন আরেক বিদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।
এবারের দলে সুযোগ পেয়েছেন আরও একজন নতুন মুখ- কিউবা মিচেল। আসন্ন দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভারত।
১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
এর আগে গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ের পর এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে যায়। এখন পর্যন্ত চার ম্যাচে দুই ড্র ও দুই পরাজয়ে কোচ হাভিয়ের কাবরেরার দল লড়াই চালিয়ে যাচ্ছে নতুন উদ্যমে।
বর্তমানে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায়, জাতীয় ফুটবল দল অনুশীলন করছে বসুন্ধরার কিংস অ্যারেনায়।
আমের খান জানিয়েছেন, “হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় নামবে। শমিত সোম আসবে ১১ তারিখ রাতে। নেপালের বিপক্ষে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।”
বাংলাদেশ দলের সমর্থকরা আশা করছেন, হামজার মতো অভিজ্ঞ ফুটবলার দলে যোগ দিলে আসন্ন ম্যাচগুলোতে নতুন অনুপ্রেরণা যোগাবে।




