বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

শততম টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি – দুর্দান্ত মাইলফলকে মুশফিকুর রহিম

বহুল পঠিত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম আবারও ইতিহাস গড়লেন। মাত্র ১ রানের অপেক্ষা নিয়ে দ্বিতীয় দিনের সকাল শুরু করলেও প্রথম ওভার দর্শকদের অপেক্ষায় রাখেন তিনি। তবে দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বলে লেগ স্টাম্পে ঠেলে দুই হাত তুলে ধরা সেই মুহূর্ত- এটাই শততম টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ।

এই ইনিংসের মধ্য দিয়ে মুশফিক ঢুকে পড়লেন এমন এক এলিট ক্লাবে, যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন মাত্র ১০ জন ক্রিকেটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি তো ছিলই, সেই উপলক্ষে সেঞ্চুরি যোগ করে তিনি আরও উজ্জ্বল করলেন নিজের নাম।

মুশফিকের ১৩তম টেস্ট সেঞ্চুরি – সবচেয়ে স্মরণীয়

এর আগে ১২টি সেঞ্চুরির তিনটি ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন মুশফিক। কিন্তু শততম টেস্টে করা এ শতক নিঃসন্দেহে তার ক্যারিয়ারের বিশেষ অধ্যায়।
১৯৫ বলে শতক পূর্ণ করার পর তার প্রথাগত উদযাপনে পুরো মিরপুর মাতিয়ে তোলেন বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান।

শততম টেস্টে সেঞ্চুরি – যাঁদের পাশে এখন মুশফিক

বিশ্ব ক্রিকেটের কিছু কিংবদন্তির নামই এই তালিকায় রয়েছে। এবার তাদের পাশে যুক্ত হলো বাংলাদেশের মুশফিকুর রহিমের নাম।

যারা আগে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন:

  • কলিন কাউন্ড্রে – ইংল্যান্ড (১৯৬৮)
  • জাভেদ মিয়াঁদাদ – পাকিস্তান (১৯৮৯)
  • গর্ডন গ্রিনিজ – ওয়েস্ট ইন্ডিজ (১৯৯০)
  • আলেক স্ট্রুয়ার্ট – ইংল্যান্ড
  • ইনজামাম-উল-হক – পাকিস্তান (২০০৫)
  • রিকি পন্টিং – অস্ট্রেলিয়া (দুই ইনিংসে সেঞ্চুরি, ২০০৬)
  • গ্রায়েম স্মিথ – দক্ষিণ আফ্রিকা (২০১২)
  • হাশিম আমলা – দক্ষিণ আফ্রিকা
  • জো রুট – ইংল্যান্ড (ডাবল সেঞ্চুরি, ২০২১)
  • ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়া (ডাবল সেঞ্চুরি, ২০২২)

এদের পাশে আজ বাংলাদেশের নামও জ্বলজ্বল করছে- মুশফিকুর রহিমের অসাধারণ অর্জনে।

বাংলাদেশ ক্রিকেটে নতুন গৌরবের অধ্যায়

মিরপুর টেস্টের প্রথম দিন থেকেই মুশফিক ছিলেন পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। শততম টেস্ট উপলক্ষে নানা আয়োজন, সম্মাননা আর দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছিলেন তিনি।
দ্বিতীয় দিনের সকালে সেঞ্চুরি করে মুশফিক শুধু নিজেকে নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও আরও সমৃদ্ধ করলেন।

এই মাইলফলক নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক উজ্জ্বল ইতিবাচক সংবাদ, যা নতুন প্রেরণা হয়ে থাকবে তরুণ ক্রিকেটারদের জন্য।

আরো পড়ুন

স্কটল্যান্ডের ২৮ বছর পর বিশ্বকাপ যাত্রা: ডেনমার্ককে হারিয়ে ঐতিহাসিক জয়

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন বাস্তবে স্কটল্যান্ড ফুটবল দল অবশেষে ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ডেনমার্ককে ৪-২...

রুবাবা দৌলা: বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারপারসন, ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে রুবাবা দৌলার নিয়োগের মাধ্যমে। তিনি বিসিবির দ্বিতীয়...

মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ: ঐতিহাসিক দিন

১৯ নভেম্বর ২০২৫, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ